আমি কিছু করলেই দোষ, এ আর রহমানকে নিয়ে চুপ কেন?
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে উঠেছে সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে।
এবার সেই স্রোতেই গা ভাসালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের গলায় গাওয়া গান নিয়ে প্রশ্ন উঠলেও এ আর রহমানের বেলায় কেন তার সমালোচকরা চুপ করে আছেন সেই প্রশ্ন তুলেছেন তিনি।
হিরো আলম বলেন, আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান কারার ঐ লৌহ কপাট নিয়ে কেন কথা বলছেন না?
আলম আরও বলেন, বহুবার বলেছি আমি কোনও গায়ক বা শিল্পী নই, আমি শিখে এসে গান করিনি। শুধুমাত্র মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন আমারও পরানো যাহা চায় গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ঐ লৌহ কপাট এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?
এদিকে এ আর রহমানের সমালোচনায় মেতেছেন তারকারাও। দেশের চলচ্চিত্রাভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস বলেছেন, ‘এ আর রহমান আপনি ক্ষমা চাইবেন সমগ্র বাঙালির কাছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে যে গান বাঙালিকে আন্দোলিত করেছিল সে গানের অমর্যাদায় আপনি ক্ষমাহীন।’
একই সুর কলকাতার গায়ক শিলাজিতেরও। তার ভাষায়, ‘অন্য প্রদেশের মানুষেরা হয়তো এই গানের মর্ম বুঝবে না। কিন্তু আমরা বাঙালিরা তো বুঝি এই গানের মধ্যে যে আবেগ রয়েছে, তা নষ্ট হয়েছে। এ আর রহমানের কোনো গানের সঙ্গে যদি এরকম হতো, তবে উনি কী বলতেন?’
প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতিহত করে তারা। ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সৈন্যরা।
অবিস্মরণীয় এই যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে তৈরি হয়েছে বলিউডের অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। যেখানে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে আছেন সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদান প্রমুখ।
এনএইচ