বিকিনিতে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী
সমুদ্রের ধারে বিকিনি পরা ছবি দিয়ে অন্তর্জালে আগুন ধরালেন ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। সাধারণত ধারাবাহিক নাটকগুলোতে যেখানে তাকে খলচরিত্রেই বেশি দেখা যায়, সেই অভিনেত্রীর খোলামেলা রূপ দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরাও। নেটিজেনরাও এই তারকার সাহসী অবতারের প্রশংসা করেছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার স্কুলের বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলাম গোয়াতে। আমি খুব সাধারণভাবে এই ছবিগুলি পোস্ট করেছিলাম। এটাকে কেউ খারাপভাবে নিতে পারে কেউ ভালোভাবে। তবে আমার কাছে পুরো বিষয়টিই স্বাভাবিক ছিল।’
এই অভিনেত্রী প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘যারা আমার ছবিতে নেতিবাচক মন্তব্য করেছেন, তারা বলিউডের নায়িকাদের বিষয়ে কতটা জাজমেন্টাল হন? ফিল্ম ফেস্টিভ্যালে যে ছবিগুলো আসে সেখানে কতজন সিনেমা দেখতে যান আর কতজন ন্যুডিটি দেখতে যান?’
নন্দিনীর স্পষ্ট মন্তব্য, কাউকে ইমপ্রেস করার জন্য তিনি এই ছবি তোলেননি বা বিকিনি পরেননি। গোয়াতে ছুটি কাটাতে গিয়ে বিকিনি ছবি তোলা তার কাছে খুবই সাধারণ একটি বিষয় মনে হয়েছে। তিনি বন্ধুদের সঙ্গে পুরো সময়টাই উপভোগ করেছেন।
অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলার বন্ধুদের সঙ্গে অন্য রকম একটা মজা হয়। কেউ জাজমেন্টাল হয় না। সকলেই ছোট থেকে আমাকে দেখেছে। সবাই আমার পরিচিত। তাই যারা নেতিবাচক মন্তব্য করছে তাদের পাত্তা দিতে চাই না। বরং যারা ভালো কিছু বলেছেন, তাদেরকে ধন্যবাদ।’
এনএইচ