ভারতে শাহরুখের সঙ্গে তুলনা, যা বললেন শাকিব খান
প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় কাজ করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। সেখানে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
বিজ্ঞাপন
এর মধ্যেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে কথা বলেছেন ঢালিউডের বর্তমান সময়ের এই শীর্ষ নায়ক। যেখানে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তুলনা করেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে।
ভারতীয় বিনোদনজগতের পরিচিত গণমাধ্যম জুম টিভির এক সাক্ষাৎকারে সঞ্চালক সামিনা শেখ শাকিব খানকে প্রশ্ন করেন, শাকিব ভাই আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান! তাই না?
বিজ্ঞাপন
আরও পড়ুন
এর জবাবে শাকিব খান হাসিমুখে বলেন, ‘না না। তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অভিনেতা। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সাথে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তার সাথে আমাকে তুলনা করে।’
বিজ্ঞাপন
এসময় নিজের ভক্তদের প্রসঙ্গ টেনে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, ‘আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদেরকে সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকে আমি এখানে। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার সাথে থাকে।’
পাশেই বসা ছিলেন শাকিব খানের বলিউডি নায়িকা সোনাল চৌহান। শাকিবের মুখে শাকিবিয়ানদের প্রসঙ্গ শুনে ‘ওয়াও গ্রেট’ বলে বিষ্ময় প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বর্তমানে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ছবির শুটিং চলছে ভারতের বেনারসে। এটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
এটি হতে যাচ্ছে সাইকো রোমান্টিক থ্রিলার গল্পের ছবি। নির্মাতা জানিয়েছেন, ৩০টির বেশি দেশে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু মালয়ালম, কর্ণাটক এই ছয় ভাষায় আগামী ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তি দেয়া হবে।
শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব।
এনএইচ