অর্থনৈতিক সমস্যায় ছিলেন অভিনেত্রী, নিজ ফ্ল্যাটে মরদেহ উদ্ধার
নিজ ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩৫ বছর বয়সী জনপ্রিয় মালয়ালাম অভিনেত্রী রেঞ্জুশা মেননের মরদেহ। সোমবার (৩০ অক্টোবর) সকালে কেরেলার তিরুঅনন্তপুরুমের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, পরিবারের সঙ্গেই ওই ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রী। সোমবার সকালে দীর্ঘক্ষণ রেঞ্জুশা ঘর বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর দরজা ভাঙা হলে রেঞ্জুশা মেননকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এরপরই স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে খবর দেয় অভিনেত্রীর বাড়ির লোকজন। পুলিশ গিয়ে অভিনেত্রী রেঞ্জুশা মেননের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রেঞ্জুশা অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে সময় পার করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে পুলিশ অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছেন।
অভিনেত্রীর মায়ের দাবি বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। তবে সেকারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো অজানা।
প্রসঙ্গত, রেঞ্জুশা মেনন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশকিছু মালয়ালাম ছবিতেও অভিনয় করেছেন রেঞ্জুশা। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘আনন্দরাগম’ সিরিয়ালে।
এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুশা। বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকাতে দেখা গেছে তাকে। ‘সিটি অফ গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’ দু’টি সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। সিনেমা ও সিরিয়ালে কাজ করার পাশপাশি তিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন।
এনএইচ