বাপ্পি লাহিড়ীর বাড়িতে বিশেষ অতিথি মনামী, কেমন কাটল?
পূজা আগেই মুম্বাই গিয়েছিলেন মনামী ঘোষ। সেখানে দুর্গাপূজা কাটানোর পর লক্ষ্মীপূজার দিন এ অভিনেত্রী পৌঁছে যান বাপ্পি লাহিড়ীর বাড়িতে। প্রয়াত এই সঙ্গীত শিল্পীর বাড়িতে প্রতিবারই ধুমধাম করে লক্ষ্মীপূজার আয়োজন হয়ে। এবার সেখানে মনামী ছিলেন বিশেষ অতিথি।
গত ১৫ ফেব্রুয়ারি মারা যান বাপ্পি। সে দিন মুম্বাইয়ে ছিলেন বলে শিল্পীর পরিবারের সঙ্গে দেখা করেন মনামী।
ভারতীয় সংবাদ মাধ্যমকে এ অভিনেত্রী বললেন, ‘‘আমার পাশাপাশি বাপ্পিদার নাতি রিগো (স্বস্তিক বনসল) ওর একটা হিন্দি গান বিভিন্ন পূজা প্যান্ডেলে প্রচার করছিল। শনিবার সেই সূত্রেই ওদের বাড়িতে গিয়েছিলাম।’’
এদিকে বাপ্পি লাহিড়ীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে মনামীর। অভিনেত্রী জানান, পুজোর দিন সুনীল শেট্টি, জয়া ভট্টাচার্যও এসেছিলেন। এবার বাপ্পি লাহিড়ীকে ছাড়াই লক্ষ্মীপূজার আয়োজন করেছিলেন তার পরিবার। তাই পূজায় ছিল বিষণ্ণতার ছোঁয়া।
মনামী বলেন, ‘‘বাপ্পিদার স্ত্রী নিজের হাতে নাড়ু তৈরি করেছিলেন। এই নাড়ুর বেশ সুখ্যাতি রয়েছে। সকলে মিলে খুব ভাল একটা সন্ধ্যা কাটালাম।’’
এদিকে কলকাতা ছেড়ে হঠাৎ এ বার মুম্বাইয়ে পূজা কেন কাটালেন মনামী? জানা গেছে, পূজার আগেই অভিনেত্রীর পূজার গান ‘আইল উমা বাড়িতে’ মুক্তি পেয়েছে।
মনামী বললেন, ‘‘মূলত গানটার প্রচারের জন্যই এ বার মুম্বাইয়ে এসেছিলাম। পূজার সময় মুম্বইয়ে আশপাশ থেকে প্রচুর বাঙালি আসেন। খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে তো আমাকে এই গানে নেচেও দেখিয়েছেন।’’
এমএসএ