বাংলাদেশের ম্যাচে গ্যালারিতে রাজের সঙ্গে কে এই মন্দিরা
কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। যারা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমায় কাজ করেছেন।
এদের মধ্যে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বাদেও গ্যালারিতে দেখা গেছে সিনেমাটির নায়ক শরিফুল রাজ ও নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। ‘কাজল রেখা’ লেখা সংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়েছেন তারা।
এ বিষয়ে পরিচালক সেলিম গণমধ্যমকে বলেন, এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজল রেখা’ ছবির প্রমোশনও হচ্ছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা কয়েকজন আজ (শনিবার) এবং ৩১ অক্টোবর ম্যাচে গ্যালারিতে থাকছি। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি শিকার।
শুধু ক্রিকেট নয়, ফুটবল বিশ্বকাপেও মন্দিরা চক্রবর্তীকে গ্যালারিতে দেখা গেছে। ‘কাজল রেখা’ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। মন্দিরা জানালেন, মাঠে বসে খেলা দেখার আনন্দটাই অন্য রকম। তাই ছুটে আসা। এক ফাঁকে ছবির প্রচারণাও করা।
জানা গেছে, নিজের স্বপ্নের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’র পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটি তৈরি করেছেন তিনি।
যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।
এনএইচ