অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদের মৃত্যু
অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর জানিয়েছেন সহকর্মীরা।
এক ফেসবুক পোস্টে অভিনেতা সিদ্দিকুর রহমান লিখেছেন, আমার খুব প্রিয় মানুষ ছিল তারেক ভাই। আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি নাটকের নাম ‘‘গফুরের বিয়ে’’। চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার পরিবারের একজন সদস্য আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে।
তিনি লেখেন, চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে সে করেছিল তার ভেতরে আমি আমার কাকা কী দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে কথাটা চিনতে পেরেছিল জানি না। কারণ বর্তমান অভিনেতাদের সহজে চেনা এখন দুষ্কর হয়ে গেছে। তবে মৃত্যুবরণের পর আমাদের সমাজের মানুষ ও দেশের মানুষ কিছুটা ফিল করে (চিনতে পারলে)।
সিদ্দিকুর আরও লেখেন, অবশেষে শুধু বলে এই মানুষটা ভালো অভিনয় করতো। কেউ বলতে পারে না মানুষটা ভালো ছিল। তবে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন... আমিন।
কেএ