সন্তান দত্তক নেবেন পরিণীতি!

বলিউড তারকাদের জন্য সন্তান দত্তক নেওয়ার বিষয়টি নতুন নয়। বিয়ে করে কিংবা না করেও দত্তক নিয়ে সন্তানের মা হয়েছেন বহু অভিনেত্রী। যাদের তালিকায় রয়েছে সুস্মিতা সেন, রাভিনা ট্যন্ডনের মতো নাম।
বিজ্ঞাপন
এবার সেই তালিকাতেই কী যোগ দেবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? সদ্যই আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন যিনি।
সম্প্রতি অভিনেত্রীর একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে পরিণীতি জানান, বাচ্চা তার বেশ পছন্দ। এরপর তাকে বলতে শোনা যায়, ‘আমি আসলে সন্তান দত্তক নিতে চাই। কারণ, এত সন্তান ধারণ করা সম্ভব নয়। তাই আমি প্রচুর ছেলে-মেয়ে দত্তক নিতে চাই।’
বিজ্ঞাপন
বিয়ের পর পরিণীতির এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে, তবে নিজের পুরোনো মন্তব্যকেই সত্যি প্রমাণ করবেন তিনি?
বিজ্ঞাপন
পরিণীতি যদি বিয়ের পরও তার আগের সেই সিদ্ধান্তেই স্থির থাকেন, তাহলে সন্তান দত্তক নিলেও ভক্তদের জন্য অবাক হওয়ার মতো কিছু হবে না।
এদিকে বিয়ের পর গত ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিণীতির নতুন সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। এই ছবিতে অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে অক্ষয় কুমারকে। যদিও বক্স অফিসে সিনেমাটি সেরকম আলোর মুখ দেখেনি।
এনএইচ