সুশান্তের মৃত্যুর মামলায় ফের বিপাকে আদিত্য
দীর্ঘ তিন বছর আগে ২০২০ সালের জুনে মুম্বাইয়ের নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সেটি আত্মহত্যা না কি পরিকল্পিত খুন—মৃত্যু ঘিরে চলে অনেক রহস্য। সুশান্তের মৃত্যুর কয়েক দিন আগেই মারা যান তারই প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান।
এদিকে সুশান্ত ও দিশার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই মামলায় কোনও আদেশ দেওয়ার আগে শুনানির জন্য মুম্বাই হাইকোর্টে আবেদন করলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।
গত ১৩ অক্টোবর আইনজীবী রাহুল অরোটের মাধ্যমে হাইকোর্টের দ্বারস্থ হন উদ্ধব-পুত্র। আদালতের কাছে আবেদনে আদিত্যর যুক্তি, সুশান্তের মৃত্যুর ঘটনা ইতোমধ্যেই তদন্তসাপেক্ষ। সেই তদন্ত চলাকালীন নতুন করে কোনও জনস্বার্থ মামলা দায়ের করা যায় না।
অপরদিকে গত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়ার এই জনস্বার্থ মামলায় সুশান্ত ও দিশার রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদিত্যকে অবিলম্বে গ্রেপ্তার ও পুলিশি হেফাজতে নিয়ে জেরা করার দাবি জানানো হয়। যদিও সেই জনস্বার্থ মামলার শুনানি এখনও আদালতে হয়নি।
আরও পড়ুন
আদিত্যের আইনজীবী রাহুলের দাবি, “আমরা আবেদন জানিয়েছি যে, কোনও আদেশ দেওয়ার আগে যেন আমাদের পক্ষের বক্তব্যও শোনা হয়। এমনিতেই এই জনস্বার্থ মামলা বৈধ নয়, কারণ সুশান্তের মৃত্যুর বিষয়টি এখনও সিবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে।”
২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওঠে অভিনেতার সেই সময়ের বান্ধবী ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে উঠে আসে মাদক-যোগও। এমনকি, ওই মামলায় কারাগারেও গিয়েছিলেন রিয়া।
এমএসএ