সাব্বির নাসিরের সঙ্গে কলকাতার শম্পা বিশ্বাস
গান গেয়ে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। তার গাওয়া ‘আমারে দিয়া দিলাম’, ‘দমে দম’, ‘পোকা’, ‘আবোলতাবোল’ শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। এবার কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসের সঙ্গে গাইলেন তিনি। দুই বাংলার দুই শিল্পীকে নিয়ে তৈরি মিষ্টি প্রেমের এ গানটির শিরোনাম ‘বিনোদিনী রাই’। এটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে রিয়েল আশিক।
সাব্বির নাসির বলেন, ‘প্লাবন কোরেশী ভাইয়ের গান বরাবরই আমার ভালো লাগে। এবারের গানটিও তার ব্যতিক্রম নয়। আমি আমার নিজস্ব ঢংয়ে মৌলিকতা অক্ষুণ্ণ রেখে গাওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভাল লাগবে।’
কলাকাতার গায়িকা শম্পা বিশ্বাস বলেন, ‘ভালো কথা-সুর করার পাশাপাশি প্লাবন কোরেশী ভাই খুব ভালো মনের একজন মানুষ। আমাদের জন্য দারুণ একটি গান তৈরি করেছেন তিনি। আমি ভীষণ আনন্দিত। এভাবেই বারবার বাংলাদেশে এসে নতুন গান করতে চাই।’
প্লাবন কোরেশী বলেন, ‘ধামাইল আঙ্গিকের গান এটি। যে গানে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আমি চেষ্টা করেছি কথা, সুর ও সংগীতায়োজনে সর্বোচ্চ যত্নশীল হতে। সাব্বির নাসির এবং শম্পা বিশ্বাসের গায়কীতে আমি সন্তুষ্ট।’ শিগগিরই ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে।
আরআইজে