অনেকদিন সিনেমার খাবার থেকে বঞ্চিত আমি : ওমর সানী
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু এরপর একটা লম্বা সময় ধরে চলচ্চিত্রের বাইরে রেখেছেন নিজেকে। মাঝে কিছু সিনেমায় কাজ করলেও নিয়মিত আর হয়ে ওঠেনি।
সম্প্রতি ‘ডেডবডি’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন ওমর সানী। যেটি নির্মাণ করছেন পরিচালক মো. ইকবাল। রোববার সিনেমাটির মহরত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই নায়ক। যেখানে উপস্থিত হয়ে আক্ষেপের সুরেই তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। প্রায় দুই থেকে তিন হাজার বছর পর একটা ছবি করছি। ভালো লাগছে। আশা করছি সুন্দর কিছু হবে।’
এ সময় ওমর সানী বলেন, ‘অনেকদিন হল সিনেমার খাবার থেকে বঞ্চিত আমি। আউটডোরে গেলে সেটা খেতে পারব। আসলে অভিনেতাদের এই ক্ষুধা আজীবনের।’
‘ডেডবডি’ সিনেমা প্রসঙ্গে সানীর ভাষ্য, ‘গল্পটা শোনার পর আমি ইকবালকে একটাই প্রশ্ন করেছিলাম, এই ক্যারেক্টারটা করা উচিত হবে কিনা? ও জবাবে বলেছে, এটা করা উচিত ওমর সানীর জন্য। তখন আমি রাজি হয়ে যাই।’
বক্তব্যের এক পর্যায়ে বন্ধু নায়ক মান্নাকেও স্মরণ করেন ওমর সানী। বললেন, ‘মান্নার সঙ্গে আমার অনেক কাজের সৌভাগ্য হয়েছে। তিনি আজ পৃথিবীতে নেই। মান্না ছিলেন সিনেমাপাগল। তিনি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ফিল্মের চিন্তাই করতেন। এতটা আমরা কখনোই করিনি। কিন্তু চলচ্চিত্রের প্রতি আমাদের ভালবাসাটা আছে।’
জানা গেছে, ‘ডেডবডি’ সিনেমায় নায়ক-নায়িকা হিসেবে থাকছেন জিয়াউল রোশান, মিষ্টি জাহান ও কলকাতার অন্বেষা রায় এনি। এছাড়াও অভিনয় করবেন শ্যামল মাওলা, রাশেদ মামুন অপুর মতো মেধাবী অভিনেতারা। আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন পরিচালক।
এনএইচ