ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমায় কাজ করেননি বুবলী!
প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধে কাজ করলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী। একরকম গোপনীতা বজায় রেখেই ‘দেয়ালের দেশ’ নামে সরকারি অনুদানের একটি ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা।
বুবলীর ভাষায়, ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমায় কাজ করেননি তিনি। অভিনেত্রী বলেন, এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে কেউ বুঝবে না।
বুবলী বলেন, ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি। রিয়েল সব লোকেশনে কাজ করেছি। নির্মাতা অনুদানের উপর নির্ভরশীল ছিল না। গল্পের প্রয়োজনে যেটা দরকার ছিল সেটাই করেছেন তিনি। এটি দুর্দান্ত একটি টিমের সিনেমা। এই সিনেমায় কাজ করে আমি অনেক সন্তুষ্ট।
আরও পড়ুন- বছর ঘুরতেই জয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন বুবলী
দর্শক প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিয়ে কাজটি করার। দুজনের কেমিস্ট্রি ভালো ছিল। প্রথমবার আমাদের কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। চরিত্রে একেবারে মিশে গিয়েছি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।
সহশিল্পী হিসেবে রাজ দারুণ হেল্পফুল এবং তাদের বোঝাপড়া দারুণ ছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তারই প্রচারণার অংশ হিসেবে সোমবার (০৯ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক।
২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।
এনএইচ