ঢাকায় আসছেন আতিফ আসলাম?
গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি খবর- ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
এই গুঞ্জনের শুরুটা মুলত স্টার বক্স এজেন্সির কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। গত ১৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে একটি ভোটের আয়োজন করে। যেখানে ভক্তদের তিনজন বিশিষ্ট শিল্পীর মধ্যে একজনকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়।
সেই তিনজন শিল্পী হলেন- আতিফ আসলাম, অরিজিৎ সিং এবং জুবিন নওটিয়াল। ভোটে ভক্তদের এটাও জানানো হয়, এই তিনজনের মধ্যে একজনকেই বেছে নেওয়া হবে ঢাকায় পরবর্তী কনসার্টের গায়ক হিসেবে।
বেশ কয়েকদিন এই ভোটগ্রহণের পর ফলাফলে দেখা যায়, পাকিস্তানি গায়ক, গীতিকার এবং অভিনেতা আতিফ আসলামের প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছেন ভক্তরা।
এরপরই সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় আতিফ আসলামের গানের একটি অংশের ভিডিও পোস্ট করে স্টার বক্স এজেন্সি লিখেছে, ‘সে কি ২০২৪ সালে আসছে ঢাকায়?’
ভিডিওটি পোস্ট করতেই আতিফ ভক্তদের মাঝে উন্মাদনা বেড়ে যায়। সকলেই পছন্দের গায়ক কবে ঢাকায় আসছেন, সেই প্রশ্ন ছুঁড়ে দেয়। কিন্তু স্টার বক্স এজেন্সি তাদের জবাবে আতিফের ঢাকায় কনসার্ট করার বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি। ফলে পাকিস্তানি এই গায়কের বাংলাদেশে আগমন নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে কথা বলতে ঢাকা পোস্ট থেকে যোগাযোগ করা হয় স্টার বক্স এজেন্সি’র সঙ্গে। প্রতিষ্ঠানটির হেড অফ অপারেশন এনামুল হক বনি জানালেন, ঢাকায় কনসার্ট করতে আতিফ আসলামের বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ফের বাবা হলেন আতিফ আসলাম, মেয়ের কী নাম রাখলেন
তিনি বলেন, ‘২০২৪ সালে আমরা ঢাকায় একটি কনসার্টের আয়োজন করতে চাচ্ছি। তারই অংশ হিসেবে প্রাথমিক তালিকায় তিনজন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পীর কথা ভেবেছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম ভক্তদের কাছে কার জনপ্রিয়তা বেশি। সে চিন্তা থেকেই ভোটিংয়ের আয়োজন করা হয়। ভোটে আতিফ আসলামের ব্যাপক দর্শকপ্রিয়তা দেখতে পেয়েছি। এরপরই আমরা সিদ্ধান্ত নেই, ঢাকায় তাকে নিয়ে একটি কনসার্টের আয়োজন করার।’
এনামুল হক বনি বলেন, ‘ইতোমধ্যেই আমরা আতিফ আসলামের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি, আতিফকে নিয়ে ঢাকায় একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনার কথা। তাদের দিক থেকে আমরা এখন পর্যন্ত বেশ ইতিবাচক সাড়াই পেয়েছি।’
কবে নাগাদ এই কনসার্টের আয়োজন হতে পারে, এমন প্রশ্নে স্টার বক্স এজেন্সি’র এই কর্মকর্তা জানান, ‘আগামী নভেম্বর মাস পর্যন্ত আতিফের শিডিউল ফাঁকা নেই। এসময় তিনি আমেরিকা ও কানাডায় বেশ কিছু কনসার্টে অংশ নেবেন। ২০২৪ সালের শুরুর দিকেও অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কায় তার বেশ কিছু কনসার্টের শিডিউল রয়েছে। তাই আপাতত চলতি বছরে তাকে ঢাকায় নিয়ে আসার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই।’
তাহলে কি ২০২৪ সালে ঢাকায় আসবেন আতিফ? এনামুল হক বনি বললেন, ‘আমরা তেমনটাই প্রত্যাশা করছি। তবে সবকিছু নির্ভর করবে দেশের সামগ্রিক পরিস্থিতির উপর। যেহেতু সামনেই জাতীয় নির্বাচন। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আতিফকে ঢাকায় আমন্ত্রন জানানো হবে।’
প্রসঙ্গত, চলতি বছরেই সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করবেন আতিফ আসলাম। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে উল্লেখযোগ্য ‘আদাত’, ‘ওহ লামহে ও বাতেইন’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার মে’।
এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। স্টার বক্স এজেন্সি’র দাবি সত্যি হলে গানের তালে আবারও ঢাকা মাতাতে দেখা যাবে তাকে।
এনএইচ