সৃজিত-আমার সম্পর্কটা স্বামী-স্ত্রীর মতো : যিশু
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় অন্যদিকে টলিউড ও বলিউডের পরিচিত মুখ যিশু সেনগুপ্ত। এই দুই তারকার মান-অভিমানের গল্প কারোই অজানা নয়। তাই বলে পরস্পরের প্রতি টানও কম নয়।
বছর দুয়েক আগে সৃজিতের সঙ্গে পেশাগত সম্পর্কে ফাটল ধরেছিল যিশুর। তবে সেসব ভুলে ফের একসঙ্গে হয়েছেন এই জুটি। সম্প্রতি এই নির্মাতার ‘দশম অবতার’-এ কাজ করেছেন অভিনেতা।
‘এক যে ছিল রাজা’র পর কেটে গেছে পাঁচ বছর। এর মধ্যে একসঙ্গে কোনো কাজ করেনি সৃজিত-যিশু। ওই সিনেমায় কাজ করতে গিয়েই তৈরি হয় দুজনের মনোমালিন্য। পরবর্তীতে যেটা আরও বৃদ্ধি পায়। সেসবই এখন অতীত। যিশুর কথায়, তাদের এই সম্পর্ক ‘স্বামী-স্ত্রীর মতো’।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘সৃজিতের সঙ্গে কাজের অনুভূতি একই রকম রয়েছে। কোনও বদল আসেনি, আজও সৃজিতের ছবির সেটে আমি অদ্ভূত আনন্দ পাই’।
আরও পড়ুন- জন্মদিনে সৃজিতকে কী উপহার দিলেন মিথিলা?
অন্যদিকে পাঁচ বছরে কতটা বদলেছেন যিশু? এমন প্রশ্নে সৃজিতের জবাব, ‘এখন অভিনেতা হিসেবে যিশু অনেক বেশি পরিণত। ওর মধ্যে যে সহজাত প্রবৃত্তি রয়েছে, সেটার ওপর ভিত্তি করেই অভিনয় করত, পাশাপাশি পরিচালকর দৃষ্টিকোণ ধরেই এগিয়ে যেত। কিন্তু এখন সে অনেক বেশি মননশীল নিজের চরিত্র নিয়ে। একটা দৃশ্যকে কীভাবে বিভিন্নভাবে তুলে ধরা যায়, সেটা নিয়েও পরিচালকদের সঙ্গে আলোচনা করে। একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে। সেগুলোই কাজে লাগায়’।
সৃজিতের ‘দশম অবতার’-এ যিশু ছাড়াও দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যদের। সৃজিতের এই কপ ইউনিভার্স ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। ‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ — দুই ছবি মিলিয়েই নাকি এবার নতুন পুলিশি ব্রহ্মাণ্ড রচনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।
দশম অবতার প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিও এবং এসভিএফ। আগামী ১৯শে অক্টোবর মুক্তি পাবে এই ছবি। এর পাশাপাশি তেলুগু ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-তে হিরোর মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যাবে যিশুকে। মঙ্গলবারই মুক্তি পাবে রবি তেজা অভিনীত এই ছবির ট্রেলার। যেখানে খাকি উর্দিতে ধরা দেবেন যিশু। যেই সিনেমায় তার লুক নিয়ে ইতোমধ্যেই চর্চার শেষ নেই।
সুত্র: হিন্দুস্তান টাইমস
এনএইচ