স্বরা-ফাহাদ মেয়ের নাম রাখলেন রাবিয়া

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফাহাদ আহমেদকে বিয়ে করেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য সেই সময় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এ বার নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন তিনি, মা হয়েছেন কন্যা সন্তানের।
গত জুন মাসেই স্বরা অন্তঃসত্ত্বা এই খবর ঘোষণা করেন। এ বার তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাবিয়া। হ্যাঁ, অভিনেত্রী তার মেয়ের নাম রেখেছেন সুফি সন্ত রাবিয়া বাসরির নামে। তবে রাবিয়া নামের আরও দু’টি অর্থ রয়েছে।
একটি হলো বসন্ত, অন্যটি হল রানি। মেয়ে রাবিয়াকে কোলে তুলে ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, আমাদের প্রার্থনা সফল হলো। একটু পাখির গুনগুন। আমাদের জীবনের শাশ্বত সত্যি। আমাদের মেয়ে রাবিয়া এই পৃথিবীর আলো দেখল। আমরা কৃতজ্ঞ ও খুশি। সকলকে ধন্যবাদ এত ভালবাসা দেওয়ার জন্য। আমাদের এক নতুন জীবন শুরু হল।
এনএফ