ভুল করে শহিদের ছবির ফ্রেমে ঢুকে পড়লেন হার্দিক-ক্রুনালরা

সম্প্রতি মুকেশ আম্বানির পূজা উৎসবে বলিউড থেকে ক্রিকেট জগতের নামিদামি তারকারা উপস্থিত হন। এদিন অভিনেতা শহিদ কাপুরের ছবি তোলার মুহূর্ত নষ্ট করেছিলেন হার্দিক, ক্রুনাল ও ইশান কিষাণরা। পাপারাৎজ্জির জন্য পোজ দিয়েছিলেন শহিদ। অজান্তেই তারা একই ফ্রেমে ঢুকে পড়েন।
বিজ্ঞাপন
এক পাপারাৎজ্জির শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, আম্বানিদের অনুষ্ঠানে নীল রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরা ছিলেন শহিদ। ছবি তোলার জন্য পাপারাৎজ্জির অনুরোধে পোজ দিয়েছিলেন তিনি। ঠিক তার পেছনে হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া এবং ইশান কিষাণ এসে খানিক ভুল করেই ছবি তোলার জন্য পোজ দেন। এরপর তারা বুঝতে পারেন শহিদের ছবি নষ্ট করছেন। অবশ্য বিষয়টি বুঝতে পেরেই তারা হাসিমুখে একে অপরের তাকান এবং হাত মিলিয়ে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে শাহিদ-পাণ্ডিয়াদের ভক্তরা প্রতিক্রিয়াও জানিয়েছেন। এক ভক্ত লেখেন, ‘ও কী মিষ্টি’। আরেকজন লিখেছেন, ‘শহিদ খুবই সভ্য এবং ভদ্র।’ কেউ লিখেছেন, ‘দেখে ভালো লাগল বিশ্রী মুহূর্তটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে ওরা।’ এক ভক্ত লিখেছেন, ‘শহিদ অনিল কাপুরের দ্বিতীয় সংস্করণ যেন, দাদু হয়েও তাকে একই দেখতে লাগবে।’
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার কেএল রাহুল এবং তার স্ত্রী আথিয়া শেট্টি। দুই ছেলেমেয়ে সারা তেন্ডুলকর এবং অর্জুন তেন্ডুলক, সচিন তেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি।
বিজ্ঞাপন
অন্যদিকে, রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান এবং গৌরী খানের সঙ্গে সুহানা খান এবং আব্রাম খান, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি, আলিয়া ভাট, মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন, ভাই ইব্রাহিম খানের সঙ্গে সারা আলি খান, মাধুরী দীক্ষিতের মতো বলিউড তারকারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
এমএ