২৪ ঘণ্টায় বিটিএসের গানের ভিউ ২৮০ মিলিয়ন
দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। ২ এপ্রিল (শুক্রবার) ‘ফিল্ম আউট’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে ব্যান্ডটি। যেটি ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে ২৮০ মিলিয়ন।
চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ‘ফিল্ম আউট’-এর ঘোষণা দিয়েছিল ‘বিটিএস’। হাজিমে হাশিমোতো পরিচালিত জাপানি সিনেমা ‘সিগন্যাল’-এর শেষ দৃশ্যে শোনা যাবে এই গান।
সিনেমাটি কোসুকে নিশি ও হিরোশি হায়াশির গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। শুক্রবার মুক্তি পায় ‘সিগন্যাল’। এতে অভিনয় করেছেন কেনটারো সাকাগুছি, কাজুকি কিটামুরা, মিশিকো কিসিজে, ইউচি কিমুরা, টেটসুহিরো ইকিডা প্রমুখ।
‘বিটিএস’-এর নতুন অ্যালবামে যুক্ত থাকবে ‘ফিল্ম আউট’। যেটি প্রকাশ পাবে ১৬ জুন। এতে ব্যান্ডটির নতুন গানের পাশাপাশি বেশ কয়েকটি পুরোনো গানও থাকবে বলে জানা যায়।
‘ফিল্ম আউট’ প্রকাশের পর আই টিউনস তালিকাতেও রেকর্ড গড়েছে। যেখানে শীর্ষ স্থান দখল করেছে গানটি। অন্যদিকে এই গান জাপানে একদিনে ২৩ হাজার ৩৪৪ বার ডাউনলোড হয়েছে।
২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিষ্ঠা হয় ব্যাংটন বয়েজ ব্যান্ড বা বয় ব্যান্ড নামে পরিচিত ‘বিটিএস’। ‘ম্যাপ অব দ্য সোল সেভেন’, ‘উইংস’, ‘লাভ ইওরসেলফ’, ‘টিয়ার’সহ আরও অনেক জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাদের।
গত বছর আগস্টে ‘ডিনামাইট’ গানটি প্রকাশের পর থেকে কে-পপ ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। যা বিশ্বব্যাপী তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।
এইচএকে/এমআরএম