আমির খানের অভিনয়কে ‘ওভারঅ্যাক্টিং’ বলে কটাক্ষ রাজামৌলির
বলিউডের অন্যতম সেরা অভিনেতা আমির খান। কিন্তু সেই আমিরের অভিনয়কেই ওভারঅ্যাক্টিং বলে কটাক্ষ করেছেন ‘বাহুবলী’, ‘আরআরআর’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলি।
সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান পরিচালক মনসুর খান।
তিনি জানান, এসএস রাজামৌলি নাকি আমির খানের লাল সিং চাড্ডা সিনেমা দেখার পর বলেছিলেন যে এখানে আমির রীতিমত ওভারঅ্যাক্টিং করেছেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমিরের সেন্স অব হিউমার দুর্দান্ত। একদিন ও আমায় মজা করে বলে- তুমি তো খুব চুপচাপ ছেলে তাই তুমি যখন বলেছিলে যে লাল সিং চাড্ডা ছবিতে আমি ওভারঅ্যাক্টিং করেছি, তখন আমি তেমন কিছু বুঝিনি। ভেবেছি তোমার হয়তো তেমনটা মনে হয়েছে। কিন্তু যখন সেই একই কথা এসএস রাজামৌলি বললেন তখন আমি বুঝি যে আমি তাহলে সত্যি এই ছবিতে ওভারঅ্যাক্টিং করেছি। নাহলে সেটা রাজামৌলির মনে হতো না।
২০২২ সালে মুক্তি পায় আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমিরের এই ছবি। হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্পের’ অনুকরণে তৈরি এই সিনেমা অবশ্য বলিউডে সাড়া জাগাতে পারেনি।
প্রসঙ্গত, আমিরের প্রথম ছবি ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’-এর পরিচালক ছিলেন মনসুর। ১৯৮৮ সালের এই সুপারহিট ছবি দিয়ে বলিউডে পা রাখার পর আমিরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এমজে