যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান
‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আজ দেশে ফেরেন তিনি। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা।
এদিন বিমানবন্দরে শাকিব খানকে স্বাগত জানান নির্মাতা অনন্য মামুন, হিমেল আশরাফ, সাইফ চন্দন, প্রযোজক আরশাদ আদনানসহ অন্যান্যরা। শোনা যাচ্ছে, নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করবেন। ‘দরদ’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরই। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। যদিও এ ব্যাপারে এখনো শাকিব খানের পক্ষ থেকে কোনোরকম ঘোষণা আসেনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, দু-তিন দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা আসবে ছবিটি নিয়ে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং হবে। একটানা ৩৫ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।
এর আগে, গতকাল বুধবার (৯ আগস্ট) ছিল প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান। আদালতে দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এ কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। এর ঠিক এক দিন পরেই দেশে ফিরলেন অভিনেতা।
কেএইচটি