অটিজম সচেতনতায় রাজুর গান, ভিডিওতে মাশরাফি
আগামী ২ এপ্রিল (শুক্রবার) বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবারের দিবসকে সামনে রেখে ‘সব্বাই সবার মতনই’ শিরোনামে বিশেষ একটি গান করেছেন ‘পাওয়ার ভয়েস’ খ্যাত গায়ক এ আই রাজু। ড্রামা আকারে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও।
আর একাগ্রতা প্রকাশ করে এই ভিডিওতে অংশ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সমাজসেবী বিপাশা হায়াত।
গানটির কথা ও সুর করেছেন ভারতীয় শিল্পী-সংগীত পরিচালক রূপম ইসলাম। অটিজম আক্রান্ত ব্যক্তিদের সমাজ ও কার্যক্ষেত্রে অন্তর্ভুক্তিকে মূখ্য করে চলতি বছরের অটিজম সচেতনতা প্রতিপাদ্য বিষয়টিকে ড্রামার মাধ্যমে গানটিতে তুলে ধরা হয়েছে।
এ আই রাজু বলেন, ‘দেশে অটিজম আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে অধিক জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমি এই মিউজিক্যাল ড্রামাটি নির্মাণের সিদ্ধান্ত নেই। এতে এসডব্লিউএসি এবং বিউটিফুল মাইন্ড স্কুলের বিশেষ-চাহিদা সম্পন্ন শিক্ষার্থীগণ অভিনয় করেছেন। সুর আর গানের মধ্য দিয়ে আমরা এই বার্তাটিই পৌঁছে দিতে চেয়েছি যে, যথাযথ সহযোগিতা পেলে কারও জন্যই কোনো কাজ অসাধ্য থাকে না।’
কাজটিতে সহযোগিতা দিয়েছে প্রেরণা ফাউন্ডেশন, ওয়ান কালচার ফাউন্ডেশন, সোশ্যাল মার্কেটিং কোম্পানি ( এসএমসি ) ও অটো ক্রপ কেয়ার। হসপিটালিটি পার্টনার-দ্য ওয়েস্টিন ঢাকা।
২ এপ্রিল এ আই রাজুর ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হবে। এছাড়াও উপভোগ করা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।
আরআইজে