সৃজিতের ফেসবুক পোস্টে নেটদুনিয়ায় হইচই

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কাজ নিয়ে ব্যস্ততা প্রচুর। ঠিক তারই মাঝে বুধবার হঠাৎই ফেসবুকে এমন একটা পোস্ট করলেন, যা দেখে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
ফেসবুক পোস্টে সৃজিত লেখেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিকিৎসক বলেছেন, আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের মতো আমার হৃদয়েও কোনো ব্লক নেই। সৃজিতের এই পোস্ট দেখে অনেকেই অনুমান করেছেন হয়তো কোনো কারণে অসুস্থবোধ করেছিলেন সৃজিত। সেই কারণেই চিকিৎসকের পরামর্শ। তবে এই নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।
সৃজিতের হাত ধরেই বলিউডে আসছে ‘দেশি শার্লক হোমস’। প্রযোজনায় বিবিসি। জনপ্রিয় এক স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে যৌথ উদ্যোগে শার্লকের এই ভারতীয় সংস্করণের গোটা দায়িত্ব সৃজিতের কাঁধে।
এমএ