মাহফুজ-বুবলীকে নিয়ে যা বললেন সুবর্ণা মুস্তাফা
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা। ইতোমধ্যে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে মাহফুজ ও বুবলী অভিনীত এই ছবি।
এদিকে ‘প্রহেলিকা’ দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ। যার কারণে তাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেশের গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।
শুক্রবার (২৩ জুন) এই সিনেমাকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি। যেখানে এই সিনেমা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন।
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘প্রহেলিকা’ সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভকামনা। এই ছবির একটি বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড় পর্দায় ফের আগমন হচ্ছে; মাহফুজ আহমেদ। আমি ছবির যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুব ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই ছবিটি বড় পর্দায় দেখবো।
এসময় বুবলীর প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ছবিটিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ, গেটআপ দেখলাম, বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি, তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছে এবং মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে। আশা করছি পুরো ছবিটি এরকম ভালো হবে। ‘প্রহেলিকা’র জন্য শুভকামনা। যেহেতু ঈদের ছবি, আশা করি দর্শক হলে গিয়ে দেখবে।
পরিচালক চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। তিনি বলেন, “আমাদের পুরো জীবন রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর ‘প্রহেলিকা’ মানেই রহস্য, ধাঁধা। অর্পা ও মনার প্রেমকাহিনিও একটি প্রহেলিকা। সিনেমাটি দেখার পর বাকি গল্প দর্শক জানবে। ছবিটি আমরা আনকাট সেন্সর পেয়েছি। এর মাধ্যমে নিজেদের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়েছে। দর্শকদেরও ছবিটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
‘প্রহেলিকা’ সিনেমায় আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এনএইচ