শাকিবের অন্ধ ভক্ত জামিল!
বর্তমানে ঢালিউড সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম শাকিব খান। তার অগণিত ভক্ত-দর্শক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশ ও বিদেশে। প্রিয় নায়ককে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কখনো কখনো এই আগ্রহের মাত্রা বেড়ে গিয়ে পৌঁছায় পাগলামিতে। তখনই সুযোগ নেয় প্রতারকেরা। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শাকিব খান লাভার’।
নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের একজন নাপিত, সে শাকিব খানের অন্ধ ভক্ত। সেলুনের চারপাশে শাকিবের পোস্টার লাগিয়ে রাখে। নতুন ছবি মুক্তি পেলে যে করেই হোক সে দেখে।
একদিন এক প্রতারকের কথায় সিনেমা প্রযোজনা করার জন্য নিজের সেলুন বিক্রি করে দেয়। শেষ পর্যন্ত সর্বস্বান্ত হয়ে শাকিবকেই ঘৃণা করতে শুরু করে। তখন তার বউ তাকে বোঝায়, এই ঘটনায় তো শাকিব খানের কোনো দোষ নেই। আবার নতুন করে জীবন শুরু করার কথাও বলে তার স্ত্রী।
নাটকটিতে শাকিব খানের অন্ধ ভক্ত অর্থাৎ নাপিতের চরিত্রে অভিনয় করেছেন ‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতা জামিল হোসেন। মঙ্গলবার (২০ জুন) দুপুরে জামিল তার ফেসবুক অ্যাকাউন্টে ‘শাকিব খান লাভার’ নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের ‘নাকাব’ ও ‘ভালোবাসা আজকাল’ ছবির পোস্টার, আছে নবাব এলএলবি ছবির একটি দৃশ্য!
জামিল বলেন, ‘ভক্তরা তার প্রিয় তারকাকে পেতে অনেক সময় বাটপারদের ফাঁদে পা দেয়। ভক্ত ভালোবেসে যদি কারো ফাঁদে পা দেয় তাহলে সেই সুপারস্টারের কোনো দোষ থাকে না। আমাদের ইন্ডাস্ট্রিতেও মাঝেমধ্যে এমন হয়। ভক্তরা যেন প্রতারিত না হয় সেই দিক থেকেও এই কাজটি একটি ইতিবাচকতা ছড়াতে পারে।’
বর্ণ নাথের পরিচালনায় নাটকটিতে অভিনয় আরও অভিনয় করেছেন অলংকার চৌধুরী, শারমিন সাথি, সোহেল রহমান, সঞ্জীব আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টায় ‘জামিলস জু’ ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।
কেএইচটি