এবার নিজের মাল্টিপ্লেক্স চালু করলেন আল্লু অর্জুন
সিনেমার ব্যবসার জগতে পা রাখলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু আর্জুন। বৃহস্পতিবার (১৫ জুন) তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদে নিজের তৈরি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন তিনি। যার নাম ‘এএএ সিনেমাস’। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার প্রাণীসম্পদ মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবসহ অনেকে।
জানা গেছে, আর্জুনের মাল্টিপ্লেক্সে প্রথম প্রদর্শনী হবে প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমা। যেটি ১৬ জুন মুক্তি পেতে চলেছে।
এদিকে উদ্বোধনের পর কয়েকটি ছবি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘আজ উদযাপনের দিন, কারণ বিশ্ব সিনেমার জন্য এএএ সিনেমাসের দরজা খুলে গেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে এসে সিনেমার জাদুকরি অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ আমরা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু করেছি।’
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। জানা গেছে ২০২৪ সালে মুক্তি পেতে পারে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।
‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। ছবিটির বাজেট থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।
এনএইচ