প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই
প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী বনানী ঘোষ আর নেই। বুধবার সন্ধ্যায় কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
বনানী ঘোষের জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। তবে তিনি বেড়ে উঠেছেন পশ্চিমবঙ্গে। বনানী ঘোষের বাবা প্রফুল্ল কৃষ্ণ ঘোষ ছিলেন একাধারে সংগীতজ্ঞ ও কবি। সেই সুবাদে সংগীতে বাবার কাছেই হাতেখড়ি হয় তার। মাত্র চার বয়সে শাস্ত্রীয় সংগীতে তালিম নেওয়া শুরু করেন তিনি। এরপর শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসংগীত শেখেন তিনি।
১৯৭০ সালে কণিকা বন্দোপাধ্যায়ের মাধ্যমে সংগীতাঙ্গনে পথচলা শুরু হয় তার। আকাশবাণীর জন্য বানানী ঘোষকে অডিশন দিতে নিয়ে গিয়েছিলেন কণিকা বন্দোপাধ্য়ায়। রেডিওর প্রথম অনুষ্ঠানের গানও নির্বাচন করে দিয়েছিলেন- ‘বিমল আনন্দে’ ও ‘তোমার দুয়ার খোলার ধ্বনি’।
বনানী ঘোষের কণ্ঠে রবি ঠাকুরের গান যেন সুগন্ধি ফুলের মতো সুবাস ছড়াত। শ্রোতারা বুদ হয়ে যেতেন তার গানে। ‘এখনও তারে চোখে দেখিনি’, ‘সখী ওই বুঝি বাঁশি বাজে’, ‘আরও আঘাত সইবে আমার’, ‘অন্তর মম বিকশিত করো’, ‘বসন্ত প্রভাতে এক মালতীর ফুল’, ‘তোমার কথা হেথা কেহ তো বলে না’, ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’-এর মতো অজস্র রবীন্দ্রসংগীত তার কন্ঠে আজও জনপ্রিয়।