কৃষকের বউ হওয়ার প্রস্তুতি মোনার
ছোট পর্দার পরিচিত মুখ তাহমিনা মোনা। থিয়েটার দিয়েই পথচলা শুরু হলেও উপস্থাপনা, অভিনয় ও মডেলিং করছেন নিয়মিত। দেশের প্রথম সারির নাটকের দল ‘আরণ্যক’-এর সদস্য তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপনে গ্রামের এক গোয়ালিনীর চরিত্রে দেখা গেছে তাকে।
শোবিজে পথচলা শুরু সম্পর্কে ঢাকা পোস্টকে তাহমিনা বলেন, ‘সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে প্রথম ছড়া লেখি। এরপর কবিতা। আমাদের দেশের জাতীয় দৈনিকের পাশাপাশি ওপার বাংলার পত্রিকাতেও আমার কবিতা প্রকাশিত হয়েছে। ২০১৭ সাথে প্রথম পালাকার থিয়েটার পাঠশালার মাধ্যমে অভিনয়ের যুক্ত হই। পরবর্তীতে বাংলাদেশ শিশু একাডেমির মূকাভিনয় নাটকের মাধ্যমে ২০১৮ সালে প্রথম মঞ্চে আত্মপ্রকাশ।’
মঞ্চে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে তাহমিনা মোনা বলেন, ‘মঞ্চে যখন কাজ করি সরাসরি দর্শকের সাথে অনুভূতি বিনিময় করতে পারি। সরাসরি দর্শকের কাছে পৌঁছান যায় বলে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে।’
নিজের অভিনীত কয়েকটি চরিত্রের কথা বলতে গিয়ে তিনি জানান, ‘রেয়ার ইন হেয়ার’-এর মূল চরিত্র ‘নিতু’কে খুব বেশি মনে তার। সেই চরিত্রটি এখন অস্ট্রেলিয়ার ফিল্ম ফেস্টিভ্যালে আছে। এছাড়া চ্যানেল আইতে সম্প্রচারিত টেলিফিল্ম ‘রোদেলার নীল খাম’-এ অভিনয় করেছিলেন ‘নাজু’ চরিত্রে।
বর্তমানে কাজের ব্যস্ততা প্রসঙ্গে তরুণ এই অভিনেত্রী বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ শিল্পকলার ফিল্ম ফেস্টিভ্যালের জন্য একটি গল্পের মূল চরিত্রে শুটিংয়ের কাজ শেষ করলাম। এখানে আমি কৃষকের বউ। মাটির সঙ্গে মিশে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এছাড়া গত দুমাসে বেশ কয়েকটা কাজ করেছি। সেগুলো প্রকাশের অপেক্ষায়।’
ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে মোনা বলেন, ‘আমি এখনও শিখছি। আজীবন শিখে যেতে চাই। নতুন চরিত্রে অভিনয়ে মাধ্যমে সবার মন জয় করতে চাই। হোক সেটা যে কোনও বয়সের চরিত্র, ছোট কিংবা বড়। আর আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। অভিনয়ে আসার অনুপ্রেরণাও হচ্ছেন আমার মা। মা আমাকে সবসময় সাহস যুগিয়ে আসছে।’
এসআই/এমআরএম