গরমে বারবিকিউ, গ্রিল হওয়ার উপক্রম কোয়েলের!
শুটিং শেষ করেছেন ‘জঙ্গলে মিতিন মাসি’র। এই প্রচণ্ড গরমে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নাম ভূমিকায় অভিনয় করা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। ভারতের এদিক-ওদিক থেকে জঙ্গলের বুকে দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী। দাবদাহে নাজেহাল অবস্থা গোটা দলের।
শুটিং সেটের অভিজ্ঞতা শেয়ার করে সামাজিকমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘শেষ হলো শুটিং। মিতিনের সঙ্গে আবার অভিনয় করার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে! সারন্দা বনে ৪৭ ডিগ্রি তাপমাত্রায় (মনে হবে যেন ৫৫ ডিগ্রি) বারবিকিউ এবং গ্রিল হওয়ার মতো অভিজ্ঞতা। তবে আনন্দে কাজ করেছি।’
কাজটি কষ্টের হলেও নিজেকে সৌভাগ্যবান মানছেন কোয়েল। তার লেখায় উঠে এলো আবেগ ও রোমাঞ্চের কথা। তিনি আরও লেখেন, ‘মিতিনের যাত্রাটি ছিল তীব্র আবেগময় এবং অত্যন্ত রোমাঞ্চকর! বন্যপ্রাণী সংরক্ষণের ওপর একটি ফিল্ম এতই বিস্তৃতভাবে শুট করা হয়েছে এবং এই রকম একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাকে সামনে নিয়ে এসেছে। এর অংশ হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’
সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'সারান্ডায় শয়তান’ গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে 'জঙ্গলে মিতিন মাসি'। ছবিটি পরিচালনা করছেন অরিন্দম শীল। ‘মিতিন মাসি’র জনপ্রিয়তার পর গোয়েন্দা চরিত্রে কোয়েল মল্লিককে দেখার জন্য অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। এই দুর্গাপূজায় বড় পর্দায় ফিরছে মিতিন মাসি।