বিপাকে অভিনেতা দেব
ইউটিউব চ্যানেল নিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা দেব। যদিও বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট করে কিছু বলছেন না।
জানা গেছে, দেবের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার’- এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাকি হ্যাক হয়েছে। চ্যানেলটিতে একের পর এক অপ্রাসঙ্গিক ভিডিও আপলোড করা হয়েছে, যার সঙ্গে প্রযোজনা সংস্থার কোনো সম্পর্ক নেই।
দেবের প্রযোজনা সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঢুঁ মেরে দেখা যায়, গত ১৬-১৭ ঘণ্টায় একই ধরনের প্রায় ১২টি ভিডিও আপলোড করা হয়েছে। যার সঙ্গে কোনো মিল নেই প্রযোজনা সংস্থার কোনো কাজের। তা দেখেই প্রশ্ন উঠেছে, তাহলে কি সাইবার সন্ত্রাসীদের কবলে পড়েছে এই চ্যানেল?
ভিডিওগুলো চালিয়ে দেখলেই দেখা যাচ্ছে, একটি চলমান ছবি রয়েছে তাতে। আর তার সঙ্গেই বিদেশি ভাষার গান বাজছে। সঙ্গে একটি নারী কার্টুন চরিত্রের ছবি দেখা যাচ্ছে। একের পর এক ভিডিওয় রয়েছে তেমনই। এত কিছু ঘটে গেলেও দেব বা তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সে কারণে আসলে কী ঘটেছে তা স্পষ্ট হয়নি এখনো।
দেবের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে হ্যাক হয়েছে দেবের প্রযোজনা সংস্থার ওই অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
দেবের টিমের পক্ষ থেকে জানা গেছে, ইউটিউব চ্যানেলে এমন ঘটনা ঘটতেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। নির্দিষ্ট বিশেষজ্ঞদের সহযোগিতায় ‘চ্যানেল ঠিক করার’ চেষ্টা চলছে।
বর্তমানে ‘ব্যোমকেশ দুর্গ রহস্যে’র শুটিংয়ে ব্যস্ত দেব। সম্প্রতি মধ্য প্রদেশে থাকার ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক এ অবস্থায় দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল নিয়ে মুখ খোলেননি অভিনেতা। দেবের সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার। ৩৯৩টি ভিডিও আপলোড করা হয়েছে ওই চ্যানেলে।
/এসএসএইচ/