পোশাকে তারের কারুকাজ, ফুলে উঠল উরফির শরীর

সম্প্রতি সবুজ রঙের একটি বডিকন পোশাক পরেছিলেন উরফি জাভেদ। যার একদিক ছিল সম্পূর্ণ খোলা, আর সেখানেই তার দিয়ে বেঁধে কারুকাজ করেছিলেন উরফি। এতে তাঁর বুক থেকে কোমর পুরোটাই ফুলে যায়। দাগও বসে যেতে দেখা যায়। এমন পোশাক পরে যে কষ্ট পেয়েছেন, সে কথা নিজেই ইনস্টা স্টোরিতে জানিয়েছেন উরফি।
বিজ্ঞাপন
ক্যামেরার ক্লোজ শটে ছবি তুলে তা পোস্ট করে উরফি লিখেছেন, ‘এগুলো সবই আসল তার। দেখতেই পাচ্ছ, এগুলো আমার ত্বকের কীভাবে ক্ষতি করেছে! ব্যথা পেয়েছি ঠিকই তবে, মজাও পেয়েছি।’
উরফি যতই বলুন তিনি মজা পেয়েছেন। তার কাণ্ডে এবার বেজায় বিরক্ত নেটপাড়ার নাগরিকরা। কেউ ভয় পেয়ে লিখেছেন, ‘বাপরে এর চামড়া তো ফুলে উঠেছে!’ কেউ লিখেছেন, ‘দেখেই মনে হচ্ছে, এতো ভীষণ কষ্টকর।’ কেউ বলেন, ‘এমন ফ্যাশন কোনো কাজে লাগে?’ আবার উরফিকে সাবধানও করেছেন অনেকে।
বিজ্ঞাপন
তবে উরফি এমন কাণ্ড নতুন নয়। এর আগেও ব্লেড দিয়ে তৈরি পোশাক পরেও ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। আর লতাপাতা থেকে দড়ি দিয়ে তৈরি পোশাক তো উরফির কাছে সাধারণ ঘটনা। উরফি এমন পোশাক নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। কিছুদিন আগেই পোশাকের কারণে তাকে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হয়নি। আর তাতে বেশ চটেছিলেন তিনি। এমনকি পোশাকের কারণে প্রাণে মারার হুমকিও জুটেছে কপালে। তবে কোনো কিছুতেই থাকতে রাজি নন 'ফ্যাশনিস্তা' উরফি জাভেদ।
বিজ্ঞাপন
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসকেডি