রাখির কোলে গিয়ে কান্না থামছে না শিশুর!
হাত বাড়িয়ে এক শিশুকে কোলে নিয়েছিলেন রাখি সাওয়ান্ত। শিশুটিও তার দিকে এগিয়ে দিয়েছিল ভালবাসার আলিঙ্গন। কিন্তু কোলে উঠতেই হাউমাউ করে কান্না জুড়ে দিল সে। রাখীকে দেখে আতঙ্কে চিৎকার শুরু করে দেয় শিশুটি।
এ অবস্থায় বাচ্চাকে থামাতেই চান অধিকাংশ উপস্থিত জনতা, কিন্তু রাখি যা করলেন তা নিয়ে সমালোচনা ঝড় বইছে। বাচ্চা কাঁদছে, পাল্লা দিয়ে চিৎকার করছেন রাখিও। বাচ্চা ভয় পেয়ে তাকাচ্ছে, পাল্টা ভয় পাওয়ার ভান করছেন ‘ড্রামা কুইন’। আর তা দেখেই কমেন্ট বক্সে রাখির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন একটা বড় অংশ। বাচ্চা তার বেশভূষা দেখে যদি ভয় পেয়েও থাকে, রাখির উচিত তাকে থামানো, তা না করে রাখি কোন যুক্তিতে অদ্ভুত মুখাবয়ব করতে পারেন, প্রশ্ন তুলছেন অনেকে।
ভিডিওতে দেখা গেছে, রাখি বাচ্চাটিকে সামলাতে না পেরে পাশেই দাঁড়ানো অপর একজনকে দিয়ে দেন। ওই জায়গা থেকে চিৎকার করতে করতে পালিয়ে যান তিনি। কেন ভয় পেল শিশুটি? অনেকেরই মতে রাখির সাজসজ্জাতেই ভয় পেয়েছে সে। সারা চুলে গোলাপ ও জুঁইয়ের মালা, চড়া মেকআপ, গা ভর্তি গহনার কারণেই ভয় পেয়েছে শিশুটি। কিন্তু রাখি যে এরকমই, নিজেকে নিজেই বলেন ‘ড্রামাকুইন’।
এসকেডি