শাকিব খানকে দেখতে নারায়ণগঞ্জে মানুষের ঢল
‘ঢালিউড কিং’ শাকিব খানের ভক্ত সারা দেশজুড়ে। এ নায়ককে নিয়ে যে নির্মাতা আউটডোরে শুটিং করেন কিংবা যারা বিভিন্ন অনুষ্ঠানে তাকে অতিথি করে নিয়ে যান তারাও এটা সবচেয়ে বেশি অনুধাবন করতে পারেন। চলতি মাসে পাবনায় চলমান শাকিবের ‘অন্তরাত্মা’র সেটে প্রতিদিন ভীড় জমাচ্ছেন মানুষ। সবার উদ্দেশ একটাই প্রিয় নায়ককে কাছ থেকে একনজর দেখা!
শনিবার (২০ মার্চ) একই দৃশ্য চোখে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়। এদিন স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। তিনি সেখানে দুপুরে উপস্থিত হলেও সকাল থেকেই ঢল নামে মানুষের। কর্তৃপক্ষ জানায়, সেখানে প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বিকেলে মঞ্চে ওঠেন সবার কাঙিক্ষত তারকা শাকিব খান। এ সময় উপস্থিত সবাই ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কিং খান’ স্লোগানে স্বাগত জানান দেশ সেরা এই চিত্রনায়কে।
শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে শাকিব বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজের অভ্যাস গড়ে তুলতে হবে।’ একইসঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদেরও ধন্যবাদ দেন তিনি।
মঞ্চে উঠে এক ফাঁকে দর্শকদের অনুরোধে ‘আমার প্রাণের প্রিয়া’ সিনেমার ‘কি জাদু করেছো বলো না’ গানটির দুটি লাইন গেয়ে শোনান শাকিব। রুহানী সালসাবিলের উপস্থাপনায় শাকিব ছাড়াও মঞ্চ মাতান আঁখি আলমগীর, পড়শী, লুইপা প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় শাকিবের নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পাবে আসছে ঈদে। যাতে তার নায়িকা হয়েছে কলকাতার দর্শনা বণিক। এছাড়া তপু খানের পরিচালনায় আরটিভির প্রযোজনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন শাকিব।
আরআইজে