‘লুঙ্গি ড্যান্স’ পছন্দ ছিল না শাহরুখের!
আজ থেকে প্রায় এক দশক আগে মুক্তি পায় রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’। সেবছর ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। সঙ্গে এর গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে এই ছবির ‘লুঙ্গি ড্যান্স’ গানটি তো এখনো সমান জনপ্রিয়। অথচ এই গানটি নাকি তখন পছন্দই হয়নি ছবির অভিনেতা ও প্রযোজক শাহরুখ খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন হানি সিং।
তিনি জানান, ৩ সপ্তাহ পর ‘লুঙ্গি ড্যান্স’ গানটি গ্রাহ্য হয়েছিল ছবির জন্য। সেই ঘটনার পর বলিউডের জন্য গান লিখতে ইচ্ছা করত না হানির। জানান, অনেকটা কমিয়ে দিয়েছিলেন। ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সংগীত নির্মাণ করেছেন বিশাল-শেখর। শাহরুখ হানিকে পারিশ্রমিক দিয়ে বলেন এ ছবির জন্য একটি বিশেষ হিট গান তৈরি করতে। হানির আগের গান ‘আংরেজি বিট’-এর জনপ্রিয়তা লক্ষ করেই এই নির্দেশ দেন কিং খান। এরপরই হানি গাইলেন ‘লুঙ্গি ড্যান্স’, যা শুরুতে একেবারেই পছন্দ হলো না শাহরুখের।
সাক্ষাৎকারে হানি বলেন, “চেন্নাই এক্সপ্রেস-এ থাকতই না ‘লুঙ্গি ড্যান্স’, অল্পের জন্য থেকে গেছে। বলিউডে গান বানাতে গিয়ে এত সমস্যায় পড়েছি যে কী বলব! শাহরুখ ভাই আমায় ডেকে যখন ‘আংরেজি বিট’-এর মতো একটা গান বানাতে বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? তিনি বললেন, ‘ওটা এত হিট হয়েছিল, তাই এবারেও একটা ওই ধরনের গান বানাও যেটা উন্মাদনা এনে দেবে।’ তারপর আমি ‘লুঙ্গি ড্যান্স’ বানালাম, এবং ওনার পছন্দ হলো না।”
হানি জানান, শাহরুখ ৩ সপ্তাহ নিয়েছিলেন সিদ্ধান্ত নিতে। হানি আশাই ছেড়ে দিয়েছিলেন। সেই ‘লুঙ্গি ড্যান্স’ই পরে জনপ্রিয়তার জোয়ার বইয়ে দিয়েছিল। শুধু দেশে নয়, গোটা বিশ্বে সাড়া ফেলেছিল ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সেই গানটিই।
অবশ্য পরে এক সাক্ষাৎকারে শাহরুখ ‘লুঙ্গি ড্যান্স’-এর প্রশংসা করে বলেন, ‘গানটিকে আমি রজনী স্যারের জন্য উপযুক্ত মনে করেছিলাম এবং তার একজন ভক্ত হিসেবে এটির অংশ হতে চেয়েছিলাম। দীপিকাকে অনুরোধ করার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। কারণ, সেও ছিল রজনী স্যারের একজন বিশাল ভক্ত। গানটি খুব মজাদার, উৎসব আমেজ নিয়ে সম্পূর্ণ রজনীকান্ত স্টাইলে বানানো হয়েছে।’