ভক্তের চিঠিতে বিস্মিত ভাবনা
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’। এতে রমা চরিত্রে অভিনয় করে চারদিক থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রশংসার পাশাপাশি এবার এক ভক্তের চিঠিতে বিস্মিত হলেন তিনি। সামাজিকমাধ্যমে নিজেই ভাগ করলেন সেকথা।
কুমিল্লা থেকে পাঠানো চিঠিতে ওই ভক্ত লেখেন, “প্রিয় ভাবনা আপু, পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। পত্রখানা আপনার হাতে পৌঁছাবে কি না জানি না। তবুও মনের তৃষ্ণা নিবারণের প্রয়াসে লিখা। ছোটবেলা থেকে আপনি আমার প্রিয় অভিনেত্রী। আপনার অনেক নাটক আমার মন-খারাপের ঔষধ। আপনার অভিনয়ের মায়ার জাদু বড়ই ভয়ংকর সুন্দর! চরকিতে আপনার অভিনীত ‘ওভারট্রাম্প’ দেখলাম। রমা চরিত্রটার জন্য আপনি উপযুক্ত ছিলেন। আপনার মিষ্টি চরিত্রটি অনেক আনন্দে উপভোগ করেছি। চরকিতে আপনার এমন আরও অনেক কাজ চাই। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ইতি, আপনার ভক্ত ফজলে রাব্বি।”
চিঠিটি হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত ভাবনা। তিনি লেখেন, ‘এইমাত্র চরকি থেকে আমাকে এই চিঠিটা পাঠানো হলো। আমাকে মানুষ চেনে এটাই আমার কাছে অবাক লাগে। যখন মানুষ এসে বলে আপনার অভিনয় দেখি বা আপনাকে ভালো লাগে আমি সত্যি অবাক হই। মাঝে মাঝে বিশ্বাস হয় না। তবে আজকে আমি একদম হাঁ।’
তার কথায়, ‘এই ২০২৩ সালে আমার কোনো এক ভক্ত আমার জন্যে চিঠি লিখেছে এটা একজন অভিনেতার জন্যে ভাগ্যের ব্যাপার। আমি জীবনে কেবল আমার কাজটাই শতভাগ সততা ও আনন্দের সাথে করার চেষ্টা করি। জীবন আমার কাছে একটি উপহার। আর এই উপহার আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আমার মালিকের কাছে শুকরিয়া করছি এক জীবনে উনি আমাকে অনেক সম্মান ও মানুষের ভালোবাসা দিচ্ছেন।
সবশেষে চিঠির লেখককে ধন্যবাদ জানিয়ে ভাবনা লেখেন, ‘আর যিনি আমাকে এই চিঠিটি লিখেছেন তার প্রতি অনেক ভালোবাসা। ফজলে রাব্বি অনেক ধন্যবাদ আমার দিনটি সুন্দর করে দেয়ার জন্যে।’
‘ওভারট্রাম্প’-এর গল্পে দেখা যায়, সাধারণ ব্যবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। একে একে ঘোঁট পাকিয়ে যাচ্ছে সব কিছুতেই। ধোঁকা দেওয়াই যখন খেলা, তখন এই খেলায় কে জেতে কে হারে— এভাবেই গল্প সামনে এগিয়ে চলে।
বাশার জর্জিসের পরিচালনায় এতে ভাবনা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, এফ এস নাঈম, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান, শাহরিয়ার সজীব, মাহমুদুল ইসলাম মিঠু, এরফান মৃধা শিবলু প্রমুখ।
কেএইচটি