গৌরী খানের বিরুদ্ধে মামলা, কিন্তু কেন?
খান পরিবারের বিপদ যেন কাটছেই না। ছেলে আরিয়ান খানের পর এবার গৌরী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মুম্বাইয়ের বাসিন্দা বাসিন্দা যশবন্ত শাহ। গৌরীর বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অব ট্রাস্টের ৪০৯ ধারা ও ইন্ডিয়ান পেনাল কোডের অধীনে মামলাটি দায়ের করা হয়।
যশবন্ত শাহ থানায় অভিযোগ জানিয়ে বলেন, ৮৬ লাখ টাকার বিনিময়ে গৌরী ফ্ল্যাটের চাবি মালিকের হাতে তুলে দেননি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন গৌরী খান। শুধু গৌরী নয়, অভিযোগ উঠেছে সে সংস্থার ডিরেক্টর মহেশ তুলসিয়ানি ও চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমারের বিরুদ্ধেও।
তিনি আরও জানান, ৮৬ লাখ টাকা নিলেও তারা সময় মতো তার হাতে ফ্ল্যাটের চাবি দেননি। শাহরুখ পত্নীর অনুপ্রেরণাতেই তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন। গৌরী খানের বিরুদ্ধে উত্তরপ্রদেশের লখনউতে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
কিছুদিন আগে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন কিং খান ও তার পরিবার। তার নতুন বাড়ির ইন্টেরিয়র কাজ গৌরী খান নিজে হাতেই করেছিলেন। পূজার বাড়িতে কিং খান ছাড়াও উপস্থিত ছিলেন গৌরী খানসহ তার পরিবার। জানা গেছে, সেখানে পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়েই গাড়িতে উঠে পড়েছিলেন শাহরুখ পত্নী। সেখানে আরিয়ানকে একটি টি শার্ট ও ডেনিম জিনসে দেখা গিয়েছিল। গৌরীকে দেখা গিয়েছিল সাদা টপ ও ট্রাউজারে।
সূত্র : ওয়ান ইন্ডিয়া
এসকেডি