পাঠান আমদানিকারকেরা রাজাকারের চেয়েও জঘন্য : ঝন্টু
বাংলাদেশে ভারতীয় হিন্দি সিনেমা ‘পাঠান’ আমদানি নিয়ে জোর তর্ক-বিতর্ক চলছে। একদল চাইছে ‘পাঠান’ আসুক। আরেকদল চাইছে কোনোভাবেই হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে না চলুক। তারা শুধু চাওয়াতেই ক্ষান্ত নন, প্রতিবাদের অংশ হিসেবে করেছেন মানববন্ধনও।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জয় বাংলার লোক’-এর ব্যানারে হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন করেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ ঢাকাই সিনেমা সংশ্লিষ্ট অনেকে। মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা। এ সময় প্ল্যাকার্ডে ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে’, ‘বঙ্গবন্ধুর নীতিতে থাকুন, হিন্দিকে হলের বাইরে রাখুন’ সম্বলিত বিভিন্ন স্লোগান তুলে ধরেন।
হল মালিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, “হল মালিকেরা হলো ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে ‘পাঠান’ চালাতে চায়। পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না।”
গতকাল (শনিবার) ছিল পরিচালক সমিতির বার্ষিক বনভোজন। অথচ এই সময়ে দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে চলছে ব্যাপক তোড়জোড়। এ বিষয়টিকে উল্লেখ করে নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান। তারা আবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির নেতা। আমাদের নেতারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সঙ্গে নেই?’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই নির্মাতা বলেন, ‘সামনে সিনেমা মুক্তি দেব হল পাই না আরা তারা পিকনিক করেন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, সিনেমা বানিয়ে আমরা কি দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। আর হলে হিন্দি সিনেমাই চলুক।’
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। ইতোমধ্যে ছবিটি বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির আয় ছাড়িয়েছে।
কেএইচটি