ছুটির দিনে তুমুল নাচ শুভশ্রীর, সঙ্গী ছেলে ইউভান
![ছুটির দিনে তুমুল নাচ শুভশ্রীর, সঙ্গী ছেলে ইউভান](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023February/subhasreejpg3-20230220122841.jpg)
রবিবার মানেই ছুটির আমেজ। পরিবার-পরিজনকে সময় দেওয়া, একসঙ্গে খাওয়াদাওয়া— সবই থাকে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সংসারে। এদিন ‘ইনস্টাগ্রাম রিল’ বানানোর নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে পা মেলালেন নায়িকা। সঙ্গে মনের আনন্দে নাচলেন ছেলে ইউভানও।
ঝাঁ চকচকে শুভশ্রীর বসার ঘর। চারদিক আসবাবপত্রে ভর্তি। সোফা সরিয়ে ছুটির দিনে রিল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লেন নায়িকা। এখানেই রয়েছে চমক। শুভশ্রীর এই রিলে মধ্যমণি একজনই। সে আর কেউ নয়, নায়িকার একমাত্র পুত্র ইউভান চক্রবর্তী।
মনের আনন্দে মা আর খালা দেবশ্রী গাঙ্গুলির সঙ্গে গানের তালে নেচে চলেছে সে। মাকে দেখে দিব্যি তালে তাল মিলিয়েছে ইউভান। আর সুযোগ পেয়ে তাই শুভশ্রীর থেকে সব দৃষ্টি চলে গিয়েছে ইউভানের কাছে। ছেলের এই কাণ্ড দেখে খুশি নায়িকার অনুরাগীরাও।
বর্তমানে শুভশ্রী ব্যস্ত তার প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে এই সিরিজ। আপাতত চলছে প্রচার পর্ব। ‘ইন্দুবালা’র মাধ্যমেই দর্শকদের সামনে শুভশ্রী হাজির হবেন নতুন লুকে।