ফিরেই স্বরূপে কঙ্গনা
বিতর্ক যেন নিত্যসঙ্গী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। বিতর্কিত আর উস্কানিমূলক মন্তব্যের জেরে নিষিদ্ধ হন টুইটারে। দীর্ঘ প্রায় দেড় বছর পর টুইটারে ফিরে আবারও স্বরূপে ‘কুইন’ অভিনেত্রী। তোপ দাগালেন বলিউডকে। বক্স অফিসের টাকার অঙ্ক নিয়ে মাতামাতিকে ‘নিম্ন রুচির’ বললেন কঙ্গনা।
বুধবার (২৫ জানুয়ারি) টুইটারে অভিনেত্রী লিখলেন, ‘চলচ্চিত্র শিল্প এতটাই জঘন্য এবং অশোধিত যে যখনই তারা কোনো প্রচেষ্টা, সৃষ্টি ও শিল্পের সাফল্যকে তুলে ধরতে চায় তখনই তারা আপনার মুখে মুদ্রার অঙ্কগুলো ছুঁড়ে দেয়। যেন শিল্পের অন্য কোনো উদ্দেশ্য নেই। এ থেকেই প্রকাশ পায় তারা কতটা নিম্নমানের জীবনযাপন করে।’
কঙ্গনার মতে, বড় অর্থনৈতিক লাভের জন্য কখনোই সিনেমা তৈরি হয় না। সিনেমা মূলত নির্মাণ হয় শিল্পচর্চার জন্য। আর ঠিক এ কারণেই সিনেমা তারকাদের পূজা করা হয়। তিনি লেখেন, ‘আগে শিল্পের জায়গা ছিল মন্দিরে, সাহিত্যে। পরে তা সিনেমা হলের মধ্যে আসে। এটা একটা ইন্ডাস্ট্রি। বিলিয়নিয়ার বা ট্রিলিয়নিয়ার হওয়ার জায়গা নয় এটা নয়। বড় বড় আর্থিক লাভের জন্য সিনেমা অন্তত তৈরি করা হয় না। তাই অভিনেতাদের পূজা করা হয়।’
এরপরও কেউ যদি সিনেমা নির্মাণকে আর্থিক লাভের হাতিয়ার হিসেবে নিতে চান তাদেরকে পথও বাতলে দেন কঙ্গনা। ‘মণিকর্ণিকা’ অভিনেত্রীর মতে, ‘শিল্পীরা যদি দেশের শিল্প ও সংস্কৃতিকে দূষিত করে তবে তাদের অবশ্যই নির্লজ্জভাবে নয় বিচক্ষণতার সঙ্গে করতে হবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের পর কঙ্গনার কোনো সিনেমাই বক্স অফিসে লাভের মুখ দেখেনি। কিছুদিন আগে তিনি নিজেই জানিয়েছেন, সর্বস্ব বন্ধক রেখে নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’তে লগ্নি করেছেন। অভিনেত্রীর ধারাবাহিক বক্স অফিস ব্যর্থতা বজায় থাকলে আগামীতে তার কপালে ‘শনির দশা’ স্পষ্ট বলাই বাহুল্য। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।