এম আই মিঠুর কণ্ঠে ‘তোর আগুনে’

এই প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী এম আই মিঠু। গান করছেন নিয়মিত। এরই মধ্যে প্রায় ২শ’ মৌলিক গান প্রকাশ করেছেন। পাশাপাশি নাটক-টেলিফিল্মের গানেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন।
বিজ্ঞাপন
সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম গান নিয়ে এলেন এই গায়ক। গানের শিরোনাম ‘তোর আগুনে’। লিখেছেন গায়ক নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
মিঠুর সঙ্গে গানটির ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী দোলন দে। আগামী সোমবার (২৩ জানুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে গান-ভিডিওটি প্রকাশ পাবে। রোমান্টিক ঘরানার গানটির ভিডিও নির্মিত হয়েছে বিবি ব্যান্ড’র পরিকল্পনা ও পরিচালনায়।
বিজ্ঞাপন
এদিকে শিগগিরই মুক্তি পাবে মিঠুর আরেকটি গান-ভিডিও ‘নিরুপমা’। এস এম সোহেলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।