গাড়ির ধাক্কায় আহত অভিনেত্রী
শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী পল্লবী যোশী। বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর সেটে এই দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।
করোনা মহামারির সময় কীভাবে চিকিৎসক এবং বিজ্ঞানীরা লড়াই চালিয়েছিলেন, কোভিড-১৯-এর টিকা আবিষ্কার করেছিলেন-সেসব দেখানো হবে সিনেমাটিতে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরিচালক বিবেকের স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশী।
বর্তমানে ভারতের হায়দরাবাদে চলছে সিনেমাটির শুটিং। ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদে যখন সিনেমাটির শুটিং চলছিল সেখানেই আঘাত পান ৫৩ বছর বয়সী পল্লবী। জানা গেছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীকে সজোরে ধাক্কা মারে। তাতেই আহত হন তিনি।
আঘাত পাওয়ার পরও কাজ থামাননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শুটিং শেষ করে তার পরই হাসপাতালে যান চিকিৎসার জন্য। জানা গেছে তার আঘাত তেমন গুরুতর নয়। আপাতত স্থিতিশীল আছেন।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সাফল্যের পর আবারও একটি বাস্তব ঘটনাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে যাচ্ছেন বিবেক। সিনেমাটি প্রযোজনা করছেন অভিষেক আগারওয়াল।