ফজলুর রহমান বাবুর কণ্ঠে নতুন গান
জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গান দিয়েও জয় করেছেন ভক্তদের হৃদয়। এবার নতুন একটি গান নিয়ে হাজির হলেন তিনি। যার শিরোনাম ‘রঙিলা পাগল’।
বিজ্ঞাপন
গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজনে অপু রায়হান। গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। এতে অভিনয় করেছেন আলভি মামুন এবং জান্নাতুল স্বর্ণা।
গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, “অভিনয়ের পাশাপাশি গান করতে সবসময়ই ভালো লাগে। ‘রঙিলা পাগল’ গানটি গাইতেও আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে চমৎকার একটি ভিডিও নির্মিত হয়েছে। গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি।”
বিজ্ঞাপন
এইচ এম নিপু বলেন, ‘সবসময় চেষ্টা করি মনের ভাবনাগুলো কিছুটা লিখে প্রকাশ করতে। কোন প্রাপ্তির জন্য নয়, আত্মতৃপ্তির জন্যই গান লেখা হয়। গানটি মুক্তি পাওয়ার পর অল্প সময়ে লাখো মানুষের ভালবাসা আমাকে এমন এক প্রাপ্তি দিয়েছে যা আমি সত্যিই খুব উপভোগ করেছি।’
সম্প্রতি ইউটিউবে ‘চ্যানেল এইচ এম’-এ গানটি মুক্তি পেয়েছে।