পাঠান নিয়ে কটাক্ষ, শাহরুখের তীব্র প্রতিক্রিয়া
নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে বেশকিছু দিন ধরে আলোচনায় শাহরুখ খান। মুক্তির দিন যত সামনে আসছে সিনেমাটি নিয়ে আলোচনা যেন বাড়ছেই। এর মধ্যেই বুধবার (৪ জানুয়ারি) টুইটারে প্রশ্নোত্তর পর্ব করলেন কিং খান।
সেখানেই একজন মন্তব্য করেন, ফ্লপ হবে ‘পাঠান’ সিনেমা। তাই শাহরুখ খানকে অবসর নেওয়ার পরামর্শ দেন তিনি। বাদশাহী মেজাজেই তাকে উত্তরও দেন শাহরুখ। আর তাতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়া।
আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। তার আগে ১০ জানুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার ছবির ট্রেলার প্রকাশ করা হবে। এমন পরিস্থিতিতেই টুইটারে প্রশ্নোত্তর পর্ব করলেন সুপারস্টার। সেখানে একজন লেখেন, ‘পাঠান তো ফ্লপ, অবসর নিয়ে নিন।’ এর জবাবেই কিং খান লেখেন, ‘বাছা বড়দের সঙ্গে এভাবে কথা বলে না!’
শাহরুখের খান পদবি নিয়েও প্রশ্ন তোলেন একজন। তিনি লেখেন, ‘আপনার পরিবার তো কাশ্মীরের তাহলে খান পদবি কেন ব্যবহার করেন নিজের নামের পাশে?’ জবাবে অভিনেতা লেখেন, ‘এই গোটা দুনিয়াটাই আমার পরিবার… পরিবারের নামে সুনাম হয় না… কাজের জোরে সুনাম হয়… এমন সংকীর্ণ বিষয় নিয়ে মাথা ঘামিও না প্লিজ।’
শাহরুখের এই প্রশ্নোত্তর পর্বে আলিয়া ভাটও জড়িয়ে যান। এক ভক্ত প্রশ্ন করেন ভাটকন্যা শাহরুখকে এসআর বলে কেন ডাকেন। স্বভাবসিদ্ধ রসিকতাতেই শাহরুখ জবাব দেন, তিনি ‘সুইট’ ও ‘রোম্যান্টিক’ বলেই হয়তো আলিয়া তাকে এই নামে ডাকেন।
শাহরুখের রসিকতার উত্তর দিয়ে আলিয়া জানান, ২৫ জানুয়ারির পর থেকে তিনি শাহরুখকে ‘পাঠান’ বলে ডাকবেন। উত্তরে কিং খান লেখেন, ‘বেশ তবে তাই হবে! আর আমি এবার থেকে তোমায় ডাকব আম্মা ভাট কাপুর।’
/এসএসএইচ/