বড়দিনে আসছে ‘হামি ২’
বড়দিনে আসছে পরিচালক শিবপ্রসাদ-নন্দিতা জুটির নতুন ছবি ‘হামি ২’। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী। এছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত ও খরাজ মুখোপাধ্যায়।
পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে নজর কাড়বেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, মনামি ঘোষসহ টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।
তবে হামি ২ এর মূল আকর্ষণ হতে চলেছে তিন খুদে শিল্পী ঋতদীপ সেনগুপ্ত, অরিত্রিকা চৌধুরী ও শ্রেয়ান সাহার অভিনয়। বড়দিনে (২৫ ডিসেম্বর) পশ্চিম বাংলায় মুক্তি পাবে ছবিটি।
‘হামি’ খুব জনপ্রিয় হয়েছিল বলেই কি এই ছবির নাম ‘হামি ২’? এমন প্রশ্নের উত্তরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘যে পৃথিবী নির্মল, যেখানে কলুষতা নেই, সেখানে হামি একটা আশ্চর্য ম্যাজিক। একজন ছোট তার বন্ধুকে হামি খেতে পারে, বাবাকে পারে, টিচারকেও হামি খেতে পারে। এই যে ছোটদের জগৎ, সেটা খুব নিষ্পাপ। শিশুদের নিষ্পাপ জগতের গল্প বলতে চেয়েছি বলেই ছবির নামে আবার হামি এল। ‘হামি২’ কিন্তু ‘হামি’র সিক্যুয়েল নয়। জগৎটা ছোটদের, গল্প কিন্তু অন্য।’
‘রিয়্যালিটি শো–এর মধ্যে তো ‘রিয়েল’ শব্দটা আছে। তা হলে ‘রিয়্যালিটি শো’ তো সত্যিটাকে তুলে ধরবে। কিন্তু ছোটদের রিয়্যালিটি শো–এ কোন সত্যিটা তুলে ধরা হচ্ছে? একটা বানানো ‘সত্যি’কে বহু সময় সত্যি বলে চালানো হচ্ছে। একজন বাচ্চা ছেলে বা মেয়েকে মঞ্চে এনে তার বাবা কী করেন, মা কী করেন, ইত্যাদি প্রশ্ন করে তার গল্পটা তুলে ধরা হচ্ছে। কিন্তু সেই সব গল্প দিয়ে অনেক সময় ছোট করা হচ্ছে সেই ছেলে, মেয়েকে কিংবা তার পরিবারকে। টিআরপি–র খেলার শিকার হচ্ছে ছোটরা। তাদের একটা ভয়ঙ্কর প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অনেক সময় সেটা বুঝতে পারেন না তাদের অভিভাবকরা। কিন্তু এই শো–এর পরে তারা হারিয়ে যায়। অনেকে হতাশার শিকার হয় এবং সেই হতাশা বয়ে বেড়ায় সারা জীবন। এই চাপ বড়রা সামলাতে পারলেও, ছোটরা পারে না। তাই আমি মনে করি, নন্দিতাদিও মনে করেন ছোটদের জন্য এমন শো, এমন প্রতিযোগিতা থাকা উচিত নয়।’ যোগ করেন এই পরিচালক।
এএ