আরও একগুচ্ছ ‘অ্যাভাটার’ আসবে তবে একটি শর্তে
আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরন পরিচালিত অবতারের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। মুক্তির আগেই ঘোষণা এসেছে এটির তৃতীয় কিস্তির। কবে মুক্তি পাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে ইতোমধ্যে।
‘টাইটানিক’ নির্মাতা ক্যামেরনের দাবি, পরের ছবি আসার আগে আগেরটি থেকে লভ্যাংশ তুলে নিতে হয়। তাই সাবধানে পা ফেলতে চান এবারও। তার কথায়, ‘অবশ্যই আমরা লাভ নিয়েও ভাবছি। এতগুলো ছবি পরপর বানিয়ে নিজেদের পায়ে কুড়াল মারতে চাই না।’
তবে সব কিছু নির্ভর করছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’র ওপর। এটি ভালো চললেই তবে সামনে এগোবেন ক্যামেরন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, “অ্যাভাটারের ৩ নম্বর ছবি আমাদের হাতে রয়েছে। প্রযোজক দল একদম ঠিকঠাক এগোচ্ছে। এইভাবে চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে আরও তিনটি ‘অ্যাভাটার’ বানিয়ে ফেলব আমরা।”
প্রসঙ্গত, অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি মুক্তির তারিখ ঠিক হয়ে আছে এখন থেকেই। ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভাটার ৩’।
চলতি সপ্তাহেই ওয়ার্ল্ড প্রিমিয়ারে প্রদর্শিত হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবিটি। চারদিকে বিপুল প্রশংসা পাচ্ছে পানির রাজ্যের এবারের অ্যাভাটার। এখন দেখার বিষয় বড় পর্দায় ক্যামেরনের এই কল্পবিজ্ঞান কতটা আচ্ছন্ন করতে পারে দর্শককে।
কেএইচটি