একা একা ভালো লাগছে না শ্রীলেখার
সামাজিক মাধ্যম থেকে সংবাদমাধ্যম, সবখানেই আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি এক ভিডিও প্রকাশ নিয়ে খবরের শিরোনামে এলেন। যেখানে তিনি বলেছেন, একা একা ভালো লাগছে না তার। মোটিভেশন পাচ্ছেন না।
ভিডিও প্রকাশের পর কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন থেকে যোগাযোগ করা হয় শ্রীলেখার সঙ্গে। তিনি ভিডিওর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘এই একা মানে সেই একা নয়। অনেকে ভুল বুঝেছে। প্রতিদিন একা জিমে যেতে হচ্ছে। একঘেয়ে লাগে মাঝে মাঝে। কোনও পুরুষ নেই সেখানে। যার সঙ্গে প্রতিযোগিতা করা যায়। এতে মোটিভেশন পাই। পুরুষ হওয়া লাগবে তাও নয়। ফিট কোনও নারী থাকলেও হয়।’
আলোচনার মধ্যে শ্রীলেখার কাছে সুন্দরের সজ্ঞা জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘মানুষ সুন্দর হয় মনের দিক থেকে। কোনও রকম হিপোক্রেসি থাকবে না। মূল্যবোধ থাকতে হবে। যা আজকের দিনে পাওয়া যায় না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো নয়ই। কারও মধ্যে শক্ত শিরদাঁড়াটা পাই না। যার ফলে আমার তেমন কোনও বন্ধুও নেই।’
শ্রীলেখা মিত্র নারী দিবস উপলক্ষে বলেন, ‘শুধু উদযাপনের জন্য আন্তর্জাতিক নারী দিবস নয়। এর মূল উদ্দেশ্য নারীদের সম্মান করা। সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই। সামাজিক মাধ্যমে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়, বিশেষ করে মহিলাদের যে ভাষায় ট্রল করা হয়, তাদের মুখেই যখন নারী দিবসের শুভেচ্ছা শুনি অবাক লাগে।’
তিনি আরও বলেন, ‘সবার উদ্দেশ্যে বলছি, যেভাবে শিবলিঙ্গ নিয়ে সায়নী ঘোষকে কটাক্ষ করা হয়েছে তা মানা যায় না। সেটার যুক্তি, পালটা যুক্তি থাকতেই পারে, তবে অবশ্যই সেটা সম্মানের সঙ্গে জানাতে হবে।’
এমআরএম