যে গান শুনে উঠে দাঁড়ানোর শক্তি পান ফাহমিদা নবী
আজ ৮ মার্চ (সোমবার) বিশ্ব নারী দিবস। আর এদিন পৃথিবীর সব নারীদের একলা চলার আহ্বান জানিয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। মূলত রবীন্দ্রনাথের ‘একলা চলো রে’ গানটি প্রকাশের মাধ্যমেই এই আহ্বান জানিয়েছেন তিনি।
নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি সম্মান জানিয়ে সোমবার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি প্রকাশ করেছেন এই গায়িকা।সংগীতায়োজনের পাশাপাশি সাদাকালে রঙে এটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।
ফাহমিদা নবী বলেন, ‘ভালো লাগা, উৎসাহ, হাসি, বেদনা, জয়, প্রত্যেক মানবিক মানুষের জন্য এই গানটি আমার উপহার। নারী পুরুষ নির্বিশেষে সব মানুষের উঠে দাঁড়ানোর কথা বলে গানটি।’
তিনি আরও যোগ করেন, ‘আমার জীবনে এই গানটির অনেক বড় ভূমিকা। আমি যখন দিশেহারা হয়েছিলাম পথ চলতে, গানটি তখন টিভির পর্দায় দেখেছিলাম, শুনেছিলাম। তখনি উঠে দাঁড়াবার শক্তি পাই। তারপরই একা পথে সাহস করে হেঁটেছিলাম। এরপর একদিন পেছনে তাকিয়ে দেখি অনেক উঠে দাঁড়ানো মানুষ হাঁটছে। আজ বহু অচেনা মানুষ চেনা হয়েছে, পথ চলতে আর ভয় পাই না।’
আরআইজে