বিয়ে করছেন তামান্না?
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অবশ্য তিনি বলিউডেও কাজ করেছেন। তবে তাকে দর্শকরা চেনেন সাউথ ইন্ডিয়ান নায়িকা হিসেবেই। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
সময়ের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী নাকি বিয়ে করছেন। মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গেই নাকি গাঁটছড়া বাঁধবেন ‘বাহুবলী’ নায়িকা। এমনই গুঞ্জন ভারতীয় মিডিয়ায়।
শোনা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই তামান্নার সঙ্গে সম্পর্ক এক ব্যবসায়ীর। তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন তিনি। তামান্নাও সবুজ সংকেত দিয়েছেন। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে বক্তব্য আসেনি। শেষ পর্যন্ত তামান্নার বিয়ের গুঞ্জন সত্য হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, তামান্না ভাটিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘প্ল্যান আ প্ল্যান বি’ সিনেমায়। এটি গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে আছেন রিতেশ দেশমুখ। অভিনেত্রীর হাতে আছে বর্তমানে ‘ভোলা শঙ্কর’, ‘বোলে চুড়িয়া’, ‘গুরথুন্ডা সিথাকালাম’, ‘বান্দ্রা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।
সূত্র: ইন্ডিয়া টুডে