প্রতিমাসে সিনেমা নির্মাণের ঘোষণা ডিপজলের
কিছুদিন আগেই ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তার ঘোষিত সিনেমাগুলোরে মধ্যে ১০টির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। তা নিয়ে নানা আলোচনা-সমালোচনাও হচ্ছে সিনেমা অঙ্গনে।
ঠিক এমন সময় নতুন এক ঘোষণায় চমকে দিলেন ঢালিউডের প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বছরের ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রতি মাসের ১৬ তারিখে সিনেমাগুলোর মহরত করবেন বলেও জানালেন তিনি।
ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে তৈরি হয়েছে তার দুটি সিনেমা। চলতি মাসের ১৬ তারিখ তিনি মহরত করবেন নতুন আরেকটির।
ডিপজল বলেন, ‘দীর্ঘদিন ধরে এই ১২টি সিনেমার স্ক্রিপ্ট তৈরি করেছি। সব প্রস্তুতি শেষে এগুলোর কাজ ধরেছি। এছাড়া দুটি সিনেমার কাজ শেষ হয়েছে। ১৬ মার্চ থেকে নতুন সিনেমার কাজ শুরু করব।’
তিনি আরও যোগ করেন, ‘সিনেমার যে দুর্দশা চলছে, তা কাটিয়ে উঠতে ভালো গল্প প্রয়োজন। একের পর এক সিনেমা মুক্তি দিলে স্থবির হওয়া চলচ্চিত্র চাঙ্গা হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এতে করে কর্মহীন অনেকে আবারও কাজের সুযোগ পাবেন।’
সম্প্রতি শেষ করা ডিপজলের দুটি সিনেমা হলো-‘অমানুষ হলো মানুষ’ ও ‘বাংলার হারকিউলিস’। দুটিরই পরিচালক মনতাজুর রহমান আকবর।
আরআইজে