আমি আমার লাইফ সাপোর্ট হারিয়ে ফেললাম : সোনালি চৌধুরী

সোমবার (৭ নভেম্বর) রাতের ঘটনা। শুটিং ফ্লোরে ছিলেন সোনালি চৌধুরী। হঠাৎ খবর আসে মা অসুস্থ হয়ে পড়েছে। কাজ ফেলে তড়িঘড়ি ছুটে যান হাসপাতালে। তারপরই জানতে পারেন তার মা আর বেঁচে নেই— পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
টলিউডে কাজ করছেন দীর্ঘদিন। বহু ধারাবাহিকে কাজ করেছেন। এখনও বোধিসত্ত্ব সিরিয়ালে বোধির মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। মাতৃ বিয়োগে শোকস্তব্ধ অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই মায়ের চলে যাওয়ায় যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথায়।
সোনালি জানিয়েছেন, তার মা সুস্থই ছিলেন। গোটা বিষয়টাই খুব আকস্মিক। তিনি বলেন, ‘মায়ের ইচ্ছাতেই অভিনয়ে আসা। এখনও যে বেরিয়ে এসে কাজ করি সেটাও মায়ের ইচ্ছেতেই। আমি আমার লাইফ সাপোর্টটাই হারিয়ে ফেললাম। তিনি কেবল আমার মা ছিলেন না, ছিলেন বন্ধুও।’
সোনালি জানিয়েছেন, দারুণ ভালো গান গাইতেন তার মা। ‘দক্ষিণী’তে গান গাইতেন তিনি। বলেছেন, ‘মায়ের কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়েছে। একদম সময় দিলেন না। আমি শুটিংয়ে ছিলাম। অসুস্থতার খবর পেয়ে মাকে দেখব বলে এসেছিলাম। তারপর এসে দেখি মা আর নেই। মাত্র ৭০ বছর বয়সে চলে গেলেন।’
সোনালি যেন ভুলতে পারছেন না মায়ের সঙ্গে কাটানো নানান সব মুহুর্তের কথা। সোনালি দিনের স্মৃতি ঘুরে ফিরে আসছে বারবার। এদিকে, টলিউডের আরেক অভিনেত্রীও মাকে হারিয়েছেন গতকাল। দেবশ্রী রায়ের মা আরতি দেবীও গত সন্ধ্যায় চলে গিয়েছেন না ফেরার দেশে।
কেএইচটি