শুরু হলো ‘পার্থিব’ রুমনের একক অধ্যায়
প্রায় তিন দশকের ব্যান্ড ক্যারিয়ার। এরমধ্যে হাতে গোনা যে ক’টি ব্যান্ড বাংলা সংগীতে স্বতন্ত্র পরিচয় দাঁড় করিয়েছে, তার মধ্যে অন্যতম ‘পার্থিব’। গত দুই দশক ধরে ব্যান্ডটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রুমন।
সেই রুমনই এবার নতুন করে ভাবছেন। দীর্ঘ সময়ের ব্যান্ড ভাবনার সঙ্গে এবার যোগ করছেন নিজের একক ক্যারিয়ারটাকেও। তার ভাষায়, “হয়তো কিছুটা দেরিই হয়েছে, তবু ‘বেটার লেট দ্যান নেভার’ এই মন্ত্র মাথায় নিয়েই আমি শুরু করছি জীবনের নতুন অধ্যায়।”
এরমধ্যে রুমন খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ। নিজের জন্য গান বেঁধেছেন বেশ ক’টি। যার প্রথমটি ‘ঝাপসা’ এলো ২০ অক্টোবর। গানটির কথা-সুর-ভিডিও এরইমধ্যে গানপ্রিয়দের মন টেনেছে। যে গানচিত্রে কথা-কণ্ঠ-সুরের সঙ্গে উঠে এসেছে শহর কলকাতা আর কিছু শৈশব স্মৃতিকাতরতা।
রুমন বলেন, ‘প্রায় ২০ বছর ঢাকায় মূল মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তারও আগে কৈশোর/তারুণ্যে রাজশাহীতে ব্যান্ড শুরু করার হিসেব ধরলে সেটা দাঁড়ায় ২৮ বছর। গিটার বাজাচ্ছি ৩০ বছর ধরে। এই পুরোটা সময় জুড়েই আমি ব্যান্ডের সঙ্গে আছি। শুরুতে ‘ইগনিয়াস’, পরবর্তীতে ‘পার্থিব’। এই দীর্ঘ সময়জুড়ে ব্যান্ডের রেকর্ডিং এবং অসংখ্য স্টেজ শোয়ের পাশাপাশি টুকটাক কাজ করা হয়েছে বিজ্ঞাপন, নাটক আর সিনেমায়। কিন্তু এত বছর পর করোনাকালে এসে মনে হলো অনাদরে পড়ে থাকা আমার একক অসংখ্য গানের কথা। তখন আকাঙ্ক্ষা জমে, আরও বেশি বেশি গান সৃষ্টির।”
তার কথায়, ‘ব্যান্ডের কাজের গতি আর আমার সৃষ্টির গতিতে দুস্তর ফারাক। আবার আমি বিভিন্ন ধরনের গান করতে পছন্দ করি, যা হয়তো সব সময় ব্যান্ডের সাথে যায়ও না। সেই উপলব্ধি থেকেই এবার একক ক্যারিয়ারে মনোযোগ দেওয়া।’
‘ঝাপসা’ লিখেছেন গালিব সর্দার। রুমনের কণ্ঠ-সুর ও সংগীতে গানটির রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, বেইজ বাজানো, রিদম প্রোগ্রামিং- সবটা করেছেন কিবু। গানটির গল্পনির্ভর ভিডিও তৈরি হয়েছে শহর কলকাতায়। এটি বানিয়েছেন অর্চন চক্রবর্তী।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশ হয় রুমনের প্রথম একক গান ‘ভাঙছে পাঁজর’। এটি প্রকাশ পায় গানচিল মিউজিকের ব্যানারে। পরে স্বাধীন মিউজিক থেকে আসে ‘বঙ্গবন্ধু’ এবং ‘ভালবাসার গল্প’ নামে আরও দুটো সলো গান। মূলত রুমনের ব্যান্ডের বাইরে নিজেকে দাঁড় করার প্রেরণা আসে এই তিনটি একক গানের সুবাদে।
রুমন আরও জানান, এখন থেকে প্রতি মাসে একটি করে গান প্রকাশের পরিকল্পনা নিয়েছেন তিনি। যা নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ছাড়াও স্ট্রিমিং হবে বিশ্বের নামকরা বেশিরভাগ মিউজিক অ্যাপে।
আরআইজে