হাবিব ওয়াহিদের নামে হেডফোন বাজারে
দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। নিজের পাশাপাশি অন্যদের জন্যও নিয়মিত গান তৈরি করে যাচ্ছেন তিনি। ভক্তদের আরও কাছে যেতে সম্প্রতি নিজের নামে হেডফোন বাজারে আনলেন এই তারকা। যার নাম 'এইচ ডব্লিউ-১৫ বাই হাবিব ওয়াহিদ’। এই ব্যাতিক্রম কাজটি করেছে কাইনেটিক মার্চ লিমিটেড।
নতুন এই মিউজিক্যাল প্রোডাক্ট নিয়ে উচ্ছ্বসিত হাবিব ওয়াহিদ। বলেন, ‘প্রায় দুই যুগ ধরে সংগীত করে যাচ্ছি। এই দীর্ঘ সময়ে অনেকেই অনেক রকমের প্রস্তাব দিয়েছে আমার প্রিয় কিছু জিনিস ভক্তদের কাছে পৌঁছে দিতে। কিন্তু কখনোই তেমন কিছু করা হয়ে ওঠেনি। এবার কেন জানি কাইনেটিক মার্চের আইডিয়াটা দারুণ লাগলো। আমি তো মনে-প্রাণে-শরীরে সংগীতেরই মানুষ। আমার জন্য এর থেকে ভালো শুরু আর কি হতে পারে? আশা করি এই হেডফোন দিয়ে আমার ভক্তরা তাদের পছন্দের গানগুলো আরও ভালো ভাবে উপভোগ করতে পারবেন।’
কাইনেটিক মার্চ লিমিটেডের পরিচালক জামশেদ চৌধুরী বলেন, ‘গত এক বছর যাবৎ আমরা প্রোডাক্টটি গবেষণা করেছি। এর গুণগত মান ও ডিজাইন নিয়ে ভেবেছি। প্রায় ৬০টি নমুনা দেখে এটি চূড়ান্ত করা হয়েছে। হাবিব ভাই নিজে শুনে সেটার পরীক্ষা করে অনুমতি দিয়েছেন। গ্রাহকদের সন্তুষ্টি ও প্রশংসাই আমাদের কাম্য।’
জানা গেছে, অনলাইন শপ দারাজ থেকে যে কেউ দেশের যে কোন প্রান্ত থেকে সহজেই এই হেডফোন কিনতে পারবেন। পাশাপাশি সুপারশপ স্বপ্ন’র ঢাকা এবং চট্টগ্রামের আউটলেটে এটি পাওয়া যাবে।
উল্লেখ্য, কাইনেটিক মিউজিক থেকে গত ২১ জুলাই প্রকাশ পায় হাবিব ওয়াহিদ এবং মুজার গাওয়া 'বেনী খুলে'। গানটির কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, রাসেল আলী ও মুজা। নিবেদন করেছে 'এইচ ডব্লিউ-১৫' বাই হাবিব ওয়াহিদ।’
আরআইজে